শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


মাকে নিয়ে কেন্দ্রে শাকিব খান, যা বললেন ভোট দিয়ে


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪ ১৭:০৫

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০১:৩৬

ছবি-সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট প্রদান করলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আজ রোববার বেলা আড়াইটার দিকে মাকে সঙ্গে নিয়ে তিনি গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন কিং খান।

ভোট দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তার সাথে সৌজন্যমূলক আলাপ করেন শাকিব। তারকাদের উপস্থিতি সাধারণ ভোটারদের নাগরিক অধিকার পালনে বরাবরই উৎসাহিত করে বলে জানান ওই কর্মকর্তা।

ভোট প্রদান করেন শাকিব বলেন, ‘আজকের দিনটি আমাদের বাংলাদেশের জন্য স্পেশাল একটি দিন। কারণ, আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের ভোটের তো আলাদা একটা শক্তি আছে। আজ আমরা নিজেদের ভোট প্রয়োগ করছি আমাদের নেতার জন্য। যারা আমাদের কথা বলবে, উন্নয়নের জন্য কাজ করবে একং দেশের উন্নয়নের জন্য কাজ করবে। গতবার আমি আমার আম্মাকে নিয়ে ভোট দিয়েছি। এবারও তাকে নিয়ে ভোট দিলাম।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় প্রত্যেক ভোটারের ভোট প্রয়োগ করা উচিৎ। কারণ ভোট হলো প্রতেক্যের নাগরিক অধিকার। আমরা ভোট দেবো আমাদের উন্নয়নের জন্য।’


সম্পর্কিত বিষয়:

শাকিব খান গুলশান বাংলাদেশ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top