শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


অ্যাকশনে ভরা ‘বেবি জন’ আনছেন অ্যাটলি, প্রকাশ্যে টিজার


প্রকাশিত:
৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫০

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০১:২২

ফাইল ছবি

প্রকাশ্যে এল অ্যাটলির পরবর্তী ছবির নাম। ‘বেবি জন’ নামের এই ছবিতে প্রধান ভূমিকায় আছেন বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ, ওয়ামিকা গাব্বি প্রমুখ। প্রকাশ্যে আনা হয়েছে ছবির টিজারও। জিও স্টুডিয়োজের তরফে এই টিজার প্রকাশ্যে আনা হয়। একই সঙ্গে জানানো হয় ছবি মুক্তির দিন।

ছবিটির টিজারে জানানো হয়েছে, এই ছবিটি হবে অ্যাকশনে ভরপুর। ছবির প্রথম ঝলকে দেখা যায় বরুণ ধাওয়ান একটি চেয়ারে বসে আছেন এবং প্রস্তুত হচ্ছেন শত্রু নিধনের জন্য। তিনি নিজে যে চেয়ারটিতে বসে সেখানে বন্দুক রাখা আছে। এক ঝলক দেখে গেম অব থ্রোনসের সেই আইকনিক চেয়ারটির কথা মনে পড়বে। এছাড়া এই টিজারে উঠে আসে দক্ষিণ ভারতের কথাকলি নৃত্যশিল্পীদের ঝলক।

টিজার ভিডিও শেয়ার করে লেখা হয় 'বেবি জন, সেরা অ্যাকশন এন্টারটেনার'। এরপর জানানো হয় এই ছবিতে প্রধান ভূমিকায় দেখা যাবে বরুণ ধাওয়ান, ওয়ামিকা গাব্বি, কীর্তি সুরেশকে। আগামী ৩১ মে এই ছবি মুক্তি পাবে বড় পর্দায়।

এই ছবিটির পরিচালনা করেছেন কলেশ, প্রযোজনা করেছেন অ্যাটলি এবং মুরাদ খেতানি। এই ছবির শুটিংয়েই আঘাত পেয়েছিলেন বরুণ। আগে এই ছবির নাম দেওয়া হয়েছিল ভিডি ১৮। পরে সেটা বদলে রাখা হয় বেবি জন।


সম্পর্কিত বিষয়:

বেবি জন বরুণ ধাওয়ান

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top