বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


পুত্র সন্তানের মা হলেন ঈশানা


প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৫৯

ফাইল ছবি

প্রথমবারের মতো সন্তানের মা হলেন মডেল-অভিনেত্রী ঈশানা খান। গত ৯ ফেব্রুয়ারি সিডনির এক হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে মা ও ছেলে দু’জনেই সুস্থ রয়েছেন।

এই অভিনেত্রী জানান, সন্তানের নাম রাখা হয়েছে সায়েশান চৌধুরী। মা হওয়ার অনুভূতি জানিয়ে ইশানা বলেন, ‘এটা এক অন্যরকম অনুভূতি। মনে হচ্ছে আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী এক নারী।’

ভালোবাসা দিবসে ফেসবুকে ঈশানা ভক্তদের সঙ্গে এই সুখবরটি শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, বিশেষ এই দিনে আমাদের সন্তান আগমনের খবর আপনাদের সঙ্গে শেয়ার করছি। একইসঙ্গে প্রথমবারের মতো মা হওয়ায় সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ইশানা খান। এরপর একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি র‌্যাম্প মডেল হিসেবেও পরিচিতি তৈরি করেছেন।

২০১৯ সালের ১০ জুলাই বিয়ে করেন এই অভিনেত্রী। তার স্বামী সারিফ চৌধুরী। পেশায় একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। বিয়ের পরপরই স্বামীকে নিয়ে অস্ট্রেলিয়াতে থাকতে শুরু করেন ইশানা। সেখান থেকেই জানালেন ভক্তদের মা হওয়ার সুখবর।


সম্পর্কিত বিষয়:

ঈশানা খান হাসপাতাল

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top