শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


ফারিণের সফলতায় যা বললেন তাহসান


প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৪ ১৪:১৩

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৭:৩৭

ছবি- সংগৃহীত

‘রঙে রঙে রঙিন হব’ গানটি দিয়ে সময়টা নিজের করে নিয়েছেন তাহসান খান ও তাসনিয়া ফারিণ। সহকর্মীদের যেমন প্রশংসা পাচ্ছেন , তেমনই সমাদর পাচ্ছেন ভক্তদের। মিলিয়ন মিলিয়ন দর্শক দেখেছেন গানটি।

এবার এই গানের সূত্রে ফারিণকে অভিনন্দন জানালেন তাহসান। গানটি ‘গ্লোবাল টপ মিউজিক’ তালিকায় অবস্থান করছে। তাহসানের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, গ্লোবাল টপ মিউজিক তালিকায় ৮১তে অবস্থান করছে ফারিণ-তাহসানের গানটি। ওই পোস্টে অভিনেত্রীকে অভিনন্দন জানান গায়ক।


তিনি লিখেছেন, ইত্যাদি, হানিফ সংকেত, কবির বকুল, ইমরান মাহমুদুল, তাসনিয়া ফারিণ - অনেক অনেক অভিনন্দন।

‘ইত্যাদি’র জন্য ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের দ্বৈত গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়ে প্রথমবার অভিনেত্রী থেকে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ফারিণ। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

বর্তমানে মিউজিক বিভাগের ট্রেন্ডিংয়েও ‘ইত্যাদি’তে প্রচারিত এ গানটি উঠে এসেছে এক নম্বরে। এদিকে ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ৮ মিলিয়নেরও বেশি। বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের গুণী ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেতও।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top