ওটিটির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা অজয়
প্রকাশিত:
৭ মে ২০২৪ ১৪:২০
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৭:৪০

বলিউড অভিনেতা অজয় দেবগন বর্তমানে নিয়মিত ওটিটির কাজ করছেন। এমনকি এ মাধ্যমে এখন সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতা অজয়।
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ এবং বলিউড লাইফের প্রতিবেদন অনুযায়ী, ওটিটিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন অজয় দেবগন। ২০২২ সালে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক ঘটে বলিউড অভিনেতা অজয় দেবগনের।
তার অভিনীত ক্রাইম-থ্রিলার ঘরানার শো ‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’ ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায়। এতে অজয়ের শক্তিশালী পারফরম্যান্স ও ভার্সেটাইল অভিনয় সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া বলিউড তারকাদের তালিকায় নিয়ে আসে।
‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’-এর সাতটি এপিসোডের জন্য অজয় ১২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। ব্রিটিশ শো ‘লুথার’-এর অফিশিয়াল রিমেক এটি। অজয় দেবগন প্রতি এপিসোডের জন্য নিয়েছেন ১৭ কোটি ৮৫ লাখ রুপির বেশি।
দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাইফ আলী খান। আট পর্বের ‘স্যাক্রেড অব গেমস’ সিরিজের জন্য ১৫ কোটি রুপি নেন তিনি।
পঙ্কজ ত্রিপাঠি ‘মির্জাপুর টু’ ও ‘স্যাক্রেড অব গেমস’ সিরিজের জন্য যথাক্রমে ১০ ও ১২ কোটি রুপি পারিশ্রমিক নেন। এরপর রয়েছেন মনোজ বাজপেয়ী, নওয়াজউদ্দিন সিদ্দিকী, রাধিকা আপ্তে, সামান্থা রুথ প্রভু প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: