বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


নাটকের নাম ‘গোলাপজল’, নির্মাণ কলেন ইশতিয়াক আহমেদ


প্রকাশিত:
১৪ মে ২০২৪ ১৪:০৭

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:৪০

ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো সিনেমা হলে এসেছিলো মীরা। আর সেখানেই তার সঙ্গে দেখা রাফসানের। প্রথম দেখাতেই মীরার প্রতি মুগ্ধ রাফসান। মায়াবী চেহারা আর চোখের প্রেমে পড়ে যায় রাফসান। এরপর সিনেমা হল, মীরার জীবন, পরিবারসহ নানা বিষয় নিয়ে এগুতে থাকে গল্প। বেরিয়ে আসে মীরার জীবনের নানান সংকটের গল্প। যেগুলোর সাথে ক্রমান্বয়ে জড়িয়ে পড়ে রাফসান। সেসব নিয়েই এগিয়ে যায় পুরো গল্প।

রাফসান চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ। আর মীরা চরিত্রে ছিলেন রুকাইয়া জাহান চমক।

ইশতিয়াক আহমেদের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘গোলাপজল’। প্রযোজনা করেছেন আসিফ ইকবাল।

নাটকটির প্রসঙ্গে পার্থ শেখ বলেন, ইশতিয়াক ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ। নাটকটার গল্প, প্লট আমার কাছে দারুণ লেগেছে। বেশ কিছু সুন্দর লোকেশনে আমরা শুট করেছি। আশা করি, দর্শকদের ভালো লাগবে নাটকটি।

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বলেন, নাটকটিতে আমি অভিনয় করেছি মীরা চরিত্রে। যে মেয়ের জীবনে নানান সংকট। ভাংচুর। নিজের সেই সমস্যা নিয়ে পুরো গল্পে জড়িয়ে থাকি আমি। এক কথায় গল্পটা ভালো লেগেছে আমার। আমি প্রচন্ড আগ্রহী যে দর্শকরা কেমন সাড়া জানায় তা নিয়ে।

নাটকে আরও অভিনয় করেছে রওনক রিপন, শোয়েব মনির, নাবিলা আলম পলিন, প্রিয়ন্তি গোমেজ, তানভীর আনজুম, বাদশাহসহ আরো অনেকে।

নারায়ণগঞ্জ ও রাজধানী ঢাকার বেশ কিছু লোকেশনে ধারণ করা হয়েছে নাটকের দৃশ্য। শিগগিরই গাংচিল সিনেমা এন্ড ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top