বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


আমরা আপনাদের ‘অযোগ্য’ জুটি


প্রকাশিত:
২১ মে ২০২৪ ১৫:২৯

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১১:৩৭

ছবি- সংগৃহীত

নব্বইয়ের দশকের মাঝামাঝি প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির সফর শুরু হয়। প্রথম ছবিই ছিল সুপারহিট। তারপর একে একে ‘মায়ার বাঁধন’, ‘বাবা কেন চাকর’, ‘স্বামীর ঘর’, ‘মনের মানুষ’-এর মতো সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার মুক্তির পর দীর্ঘসময় একসঙ্গে কাজ করেননি তারা। কিন্তু দুজনের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। সম্প্রতি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘অযোগ্য’তে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত।

ভিন্নভাবে সিনেমার প্রচারে ফেসবুকে প্রসেনজিৎ ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমরা আপনাদের ‘অযোগ্য’ জুটি। আসছি ৭ জুন আমাদের ৫০ নম্বর সিনেমা নিয়ে, আপনাদের কাছের সিনেমা হলে। দেখা হচ্ছে।’

ছবিতে আলফাজ নামে এক ভক্ত কমেন্টে লিখেছেন, ‘না দাদা আপনি আমার কাছে ছোট বেলার হিরো আছেন, আপনাদের মত অভিনেতারা সবাই অমর হয়ে থেকে যাবে। আর আমাদের পরের প্রজন্ম সেই দিনগুলো শুধু তাদের কাছে একটা গল্প হয়ে থেকে যাবে।’

আরেক ভক্ত বলেন, ‘আপনারই তো হলেন প্রিয় আর্টিস্ট সেই সাদা-কালো থেকে এখন অবধি বিচরণ করে যাচ্ছেন অনেক ভালো লাগে আপনাদের অভিনয়।’

প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ‘অযোগ্য’ ছবি তাদের ক্যারিয়ারের একটি মাইলফলক হতে চলেছে। ‘অযোগ্য’তে এ জুটিকে দেখা যাবে প্রসেন এবং পর্ণার চরিত্রে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এই জুটিকে নিয়েই কৌশিক গঙ্গোপাধ্যায় তৈরি করেছিলেন ‘দৃষ্টিকোণ’। আলাদা গল্প, আলাদা চরিত্র।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top