বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


রেশন দুর্নীতিতে ঋতুপর্ণার নাম, ডাক পাঠাল ইডি


প্রকাশিত:
৩০ মে ২০২৪ ১৩:৪৮

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৮:৫২

ছবি- সংগৃহীত

এর আগে টলিউডের একাধিক তারকার নাম জড়িয়েছে দুর্নীতির সঙ্গে। এবার তালিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত। এরইমধ্যে অভিনেত্রীকে ডেকে পাঠিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান-সহ শাসকদলের কয়েক জন নেতা ও তাদের ঘনিষ্ঠরা। একই কাণ্ডে ঋতুপর্ণার নাম আসায় যারপরনাই অবাক অনেকে।

আজ বৃহস্পতিবার ইডির কার্যালয় থেকে ডাক দেওয়া হয়েছে তাকে। হাজির থাকতে বলা হয়েছে আগামি ৫ জুন। তবে অভিনেত্রী হাজির হবেন কি না জানা যায়নি। সেইসনেগ এ প্রসঙ্গে ঋতুপর্ণার কোনো বক্তব্য পায়নি ভারতীয় সংবাদয়ামধ্যম। অভিনেত্রী ব্যস্ত আছেন তার মুক্তি প্রতীক্ষিত সিনেমা অযোগ্য নিয়ে।

অবশ্য দুর্নীতিকাণ্ডে ঋতুপর্ণার নাম নতুন উঠল না। এর আগে ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল তাকে। একই অভিযোগে সেসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও ডেকে পাঠিয়েছিল ইডি।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top