বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


মানসিকভাবে মেরে ফেললে সীমানার মতো ঘুম দিতে ইচ্ছে করে : দীপা


প্রকাশিত:
১ জুন ২০২৪ ১৯:১৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৬:৪৮

ছবি- সংগৃহীত

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। বোনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন অভিনেত্রীর ভাই এজাজ বিন আলী।

তিনি বলেন, ‘হাসপাতালে ভর্তির পর সার্জারি করানো হয়েছে আপুর। কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ কোনও উন্নতি হয়নি। ক্রমশ অবস্থার অবনতি হচ্ছে। শেষ চেষ্টা হিসেবে ডাক্তাররা তাকে লাইফ সাপোর্টে রেখেছেন।’

এদিকে সীমানার অসুস্থতায় তাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল অভিনেত্রী দীপা খন্দকারকে। দীর্ঘদিনের সহকর্মীকে নিয়ে ফেসবুকে আবেঘন একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

যেখানে দীপা লিখেছেন, ‘মানুষ জীবনে একটু আরাম, একটু মানসিক শান্তি, একটু ভালোবাসা, প্রিয় মানুষের কাছ থেকে একটু যত্ন চান। বাবা মায়ের আদরের সন্তান বড় হয়ে যখন নিজে জীবনযাপন করা শুরু করে, তখন সবার ভাগ্য তো আর সহায় হয় না। ভালোবাসার মানুষ যখন অচেনা শত্রুর মতো আচরণ করে, মানসিকভাবে তিলে তিলে মেরে ফেলে তখন সীমানার মতো এমন একটা ঘুম দিতে খুব ইচ্ছা করে।’

এই অভিনেত্রী আরও লেখেন, ‘জীবন এতটাই নির্মম, এই ঘুম দেয়ার অধিকারও নেই। অধিকার তুমি হারিয়েছো, যেদিন তুমি মা হয়েছো। এখন তো আর ঘুমালে চলবে না। উঠে দৌড়াতে হবে রেসের ঘোড়ার মতো। না হলে, মরে গিয়েও মনে হবে দায়িত্ব তো শেষ করলাম না। যাওয়ার অধিকার কে দিলো? জেগে ওঠো এবং লড়াই করো, মাই ডার্লিং।’

এদিকে সীমানার নিয়মিত খোঁজ-খবর রাখছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনিও নিরাশার সুরে জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণ সমস্যার পর সীমানার কিডনি জটিলতাও দেখা দিয়েছে। সকলের কাছে সীমানার জন্য দোয়া চাইছি।

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন সীমানা। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। পরে নাটকেও অভিনয় শুরু করেন। কিন্তু হঠাৎ ২০১৬ সাল থেকে অভিনয়ে বিরতি। পরে জানা যায়, মা হওয়ার জন্যই এই বিরতি। দুবার মা হওয়ার কারণে তার এই দীর্ঘ বিরতি। বিরতি ভেঙে গত বছর থেকে আবার নাটকে অভিনয় শুরু করেন।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top