বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


ডিপজলের ‘পর্বত’ সিনেমা হল ভাঙা হচ্ছে


প্রকাশিত:
২ জুন ২০২৪ ১৯:৫৩

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৫:৪৯

ফাইল ছবি

ভেঙে ফেলা হচ্ছে ঢাকার গাবতলীর একসময়ের জনপ্রিয় সিনেমা হল ‘পর্বত’। হলটির মালিক অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, পর্বত সিনেমা হল ভেঙে ফেলার খবরটি সত্য। তবে সেখানে মাল্টিপ্লেক্স নির্মাণ করা হবে।

অভিনেতা বলেন, ‘হলটি ভাঙার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে মার্কেট তৈরি করা হবে। তবে মার্কেটের উপরে মাল্টিপ্লেক্স নির্মাণ করা হবে। তিনটি স্ক্রিন নিয়েই এই মাল্টিপ্লেক্স চলবে।’

দীর্ঘদিন যাবৎ বন্ধ পরে ছিল এই হল। যে কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মুভিলর্ড খ্যাত এই অভিনেতা।

নব্বইয়ের দশকে দেশে প্রায় ১ হাজার ২৫০ সিনেমা হল ছিল। সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে দেড়শতে। এর মধ্যে প্রায় ৬০টি সিনেমা হল পুরোদমে সচল। বাকিগুলোও রয়েছে বন্ধ হওয়ার ঝুঁকিতে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top