মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


গরুর নাম ‘জায়েদ খান’-এ আমার সমস্যা নেই!


প্রকাশিত:
৮ জুন ২০২৪ ১৮:৪৬

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ২৩:৩৪

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

প্রতি বছরই কোরবানির ঈদ উপলক্ষ্যে নিজের পছন্দের গরু বিক্রির উদ্দেশে হাটে তোলেন বেপারাীরা। শখ করে কোরবানির পশুর বিভিন্ন নাম দেন তারা। যেসব নামের কারণে ক্রেতাদের আলাদা দৃষ্টি আকর্ষণ করতে পারেন।

গেল কয়েক বছর ধরেই বিভিন্ন তারকাদের নামে গরুর নাম সংবাদের শিরোনাম হচ্ছে। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি। দেশের বিভিন্ন প্রান্তে, হাটে ‘জায়েদ খান’ নামের বেশ কিছু গরু আলোচনার সৃষ্টি করেছে।

তারকাদের নামের সঙ্গে মিলিয়ে পশুর নামকরণের এই বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন জায়েদ খান। তিনি মনে করেন, কোনো শিল্পী বেশি জনপ্রিয় হলেই বাজারে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রেটির নাম ব্যবহার করে। এখানে দোষের কিছু নেই।

জায়েদ বলেন, ‘কোনো শিল্পী বেশি জনপ্রিয় হলেই বাজারের কাটতির জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রেটির নাম ব্যবহার করে। আমি এটা দোষের মনে করছি না।’

গরুর ‘জায়েদ খান’ নামকরণ প্রসঙ্গে এই নায়ক বলেন, ‘আমার নাম যখন চারদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায়, দুটো টাকা ইনকাম হয়, লাভবান হন, করুক না। আমার এতে কোনো সমস্যা নেই।’

জায়েদ আরও বলেন, ‘কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক। একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয়, ব্যাপার না। এর আগে আরও সেলিব্রেটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি।’

সবশেষ এই নায়ক বলেন, ‘আমার নাম ব্যবহার করে, আমার কাঁধের ওপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না। কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারব না। কোরবানির পশুর হাট নিয়েই আমায় পড়ে থাকতে হবে।’

উল্লেখ্য, জায়েদ খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘সোনার চর’। জাহিদ হাসান পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ ও পাপিয়া মাহি প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : shomoynews2012@gmail.com; shomoynews@yahoo.com
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top