বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


চিমনির মতো ধূমপান করেন শাহরুখ : গোবিন্দ নামদেব


প্রকাশিত:
২৯ জুন ২০২৪ ১৭:০৫

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৬:২৭

ছবি- সংগৃহীত

প্রবীণ অভিনেতা গোবিন্দ নামদেব শাহরুখ খান এবং সালমন খানের সঙ্গে বিভিন্ন হিট ছবিতে কাজ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই দুই বলিউড সুপারস্টারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে স্পষ্ট ভাবে জানিয়েছেন অভিনেতা গোবিন্দ। তিনি ২০০০ সালে ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্থানি’ ছবিতে কিং খানের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

সাক্ষাৎকারে গোবিন্দ বলেন, ‘দুই খানের সঙ্গেই আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। প্রাথমিক দিক থেকে দুজনেই খুব প্রফেশনাল। কাজের প্রতি দারুণ সিরিয়াস। ক্যামেরা চালু হলে, অভিনয় ছাড়া আর কিছু মাথায় রাখেন না। কিন্তু তবুও শাহরুখ ও সালমন একেবারেই আলাদা। তাদের দুজনের ওঠা-বসা, কথা-বলা ভাবনা চিন্তা একেবারেই আলাদা।’

কিং খানের বিষয়ে এ অভিনেতা বলেন, ‘শাহরুখ কথা বলতে ভালোবাসেন। সারাক্ষণ ভাবতে থাকেন, তার পরের কাজটা কী হবে। নিজেকে আরও কতটা পাল্টাবে। তবে শাহরুখ প্রচণ্ড ধূমপান করেন। একেবারে চিমনির মতো। একের পর এক সিগারেট ধরিয়ে যান। খুব অল্প ঘুমান এত এনার্জি যে কোথা থেকে আসে, কে জানে। যেহেতু তিনি প্রযোজকও ছিলেন, তাই তিনি রাত দুটো পর্যন্ত কাজ করতেন।’

সালমন খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বলেন, ‘অ্যাকশন অভিনেতার সঙ্গে ‘ওয়ান্টেড’-এ ছবিতে কাজ করেছি। সালমন ব্যক্তিত্বের দিক থেকে শাহরুখের একেবারে বিপরীত ছিলেন। তিনি খুব বেশি কথাবার্তা বলেন না, শুধু কাজের কথাই বলতেন। কোনও ব্যক্তিগত কথাবার্তা বলতেন না। মাঝে মাঝে নিজের বাবার কথা বা ছোটবেলায় বাবার কাছে কীভাবে বকুনি খেতেন এই সবই বলতেন।’

প্রসঙ্গত, বলিউডে অনেকদিন থেকেই জল্পনা চলছিল, তিন খান অর্থাৎ আমির, শাহরুখ ও সালমনকে নিয়ে একটি ছবি তৈরি করার। কিন্তু কোনও পরিচালকই সাহস করছিল না এই ছবি বানানোর। অবশেষে সেই সাহসটাই দেখাতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

ফেসবুক লাইভে এসে আমির খান জানান, তিন খান একসঙ্গে ছবিতে অভিনয় করবেন। আর সেই ছবি তৈরি করবেন আমির নিজেই। আগামী বছরেই আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা করা হবে। আমির ইঙ্গিত দিয়েছেন, এই ছবি হবে একেবারেই অ্যাকশনে ভরপুর।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top