ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের মুখে আলিয়া
প্রকাশিত:
৩০ জুন ২০২৪ ১৬:০২
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:৩৫

দক্ষিণ আফ্রিকার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে টি টুয়েন্টি বিশ্বকাপের ট্রফিটি নিজেদের দখলে নিয়েছে ভারত। এতে দেশটির সকল শ্রেণির মাঝে খুশি বইছে। বিনোদন অঙ্গনের তারকারাও সামাজিক মাধ্যমে রোহিত বাহিনীকে অভিনন্দন জানাচ্ছেন।
আলিয়া ভাটও রয়েছেন এ তালিকায়। তবে তিনি শুভেচ্ছা জানাতে নেট দুনিয়ায় পড়ে গেছে হাসির হুল্লোড়। না, কোনো বানান বা তথ্য ভুলজনিত জটিলতায় নয়। গতকাল শনিবার খেলায় জিতলেও আলিয়া শুভেচ্ছা জানিয়েছেন আজ রোববার সকালে। এই বিলম্বের কারণেই কটাক্ষ সহ্য করতে হচ্ছে নেটাগরিকদের।
অভিনেত্রী “আমরা জিতে গেছি” বলে উচ্ছ্বাস প্রকাশ করতেই ব্যঙ্গ, বিদ্রুপ, কটাক্ষের পালা শুরু হয়ে গেছে। একজন লিখেছেন, “ভালো হয়েছে বলে দিলেন, আমরা তো জানতামই না। এত তাড়াতাড়ি কেন বললেন?”
আরেকজন আবার আলিয়াকে প্রশ্ন করেন, “এতক্ষণ কোথায় ছিলেন?” কারও আবার দাবি আলিয়া ঘুমিয়ে পড়েছিলেন। উঠে যখন দেখলেন ভারত ম্যাচ জিতে গেছে। সঙ্গে সঙ্গে ছবি পোস্ট করে দিয়েছেন। তবে সেসবের কোনো উত্তর দেননি আলিয়া।
আপনার মূল্যবান মতামত দিন: