শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


শাহরুখের চুমুতে আপত্তি নায়িকার, পরিবর্তন করা হয় দৃশ্য


প্রকাশিত:
৬ জুলাই ২০২৪ ১৩:১২

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৩:০১

ছবি- সংগৃহীত

বলিউড কিং শাহরুখের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়া যেন স্বপ্নের মতো ছিল পাক অভিনেত্রী মাহিরা খানের কাছে। বলিউড ক্যারিয়ারে অভিনেত্রীর প্রথম সিনেমা শাহরুখের বিপরীতেই। কিন্তু শ্যুটিং নিয়ে খুব ভয় পেতেন মাহিরা। একেতো শাহরুখের সঙ্গে অভিনয়, আরেকটি চুম্বনের দৃশ্য!

ব্যাপারটা রীতিমতো মাহিরার জন্য শঙ্কা সৃষ্টি করে ‘জালিমা’ গানে। এই গানের শুরু থেকেই ভয়ে ভয়ে ছিলেন তিনি। এক সাক্ষাৎকারে মাহির জানিয়েছিলেন, তিনি এমন কিছু চাননি যা সীমা অতিক্রম করে। যেমন, গানে চুম্বনের দৃশ্য ছিল আর সেই শটটি নিতেও নারাজ ছিলেন অভিনেত্রী। এ বিষয়ে আবার কিং খানকে সতর্কও করেন মাহিরা। শাহরুখকে সরাসরি বলেছিলেন, 'তুমি আমায় চুমু খেতে পারো না। এমন কিছু করা ঠিক নয় যা পর্দায় অতিরিক্ত দেখায়।'

নায়িকার আপত্তি থাকায় জালিমা গানের সেই দৃশ্যের জন্য মাহিরা ও শাহরুখের কী করা উচিত তা নিয়ে নির্মাতারা বেশ চিন্তিত হয়ে পড়েন। অবশেষে স্থির হয়, অন্তত নাকে-নাকে চুম্বনের দৃশ্য থাকবে ছবিতে। যদিও শাহরুখ খানসহ প্রত্যেকেই মাহিরার সঙ্গে এ বিষয়ে পরে মজা নিয়েছেন।

প্রসঙ্গত, বলিউড ইন্ডাস্ট্রিতে পাক অভিনেত্রী মাহিরা খানের অভিষেক ছিল ‘রইস’ সিনেমা থেকে। ২০১৬ সালের উরি হামলার পর এবং উভয় দেশের শিল্পীদের অন্য দেশে কাজ করা নিষিদ্ধ করার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হওয়ার জেরে তার বলিউড ক্যারিয়ার বাধাগ্রস্ত হয়।

মাহিরা খানের কাছে সম্প্রতি একটি ভারতীয় ওটিটির প্রস্তাব এসেছে। এ নিয়ে এক সাক্ষাৎকারে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাকিস্তানি শিল্পীদের অভিনয়ের নিষেধাজ্ঞা নিয়েও মুখ খোলেন অভিনেত্রী। তার কথায়,‘আমি বিশ্বাস করি, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এটা দুঃখজনক। আমি মনে করি পুরো উপমহাদেশের একত্রিত হওয়ার এবং সহযোগী হওয়ার এক দুর্দান্ত সুযোগ হাতছাড়া করা উচিত নয়।’



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top