শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


সিঙ্গেল নন সালমান, আম্বানিপুত্রের বিয়ের অনুষ্ঠানে মিলল প্রমাণ!


প্রকাশিত:
৭ জুলাই ২০২৪ ১২:১৮

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১০:২৩

ছবি-সংগৃহীত

সালমান খানের প্রেমের প্রসাদ গ্রহণ করেছেন বলিউডের একাধিক সুন্দরী। ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফসহ আরও অনেকে রয়েছেন তালিকায়। তবে মন বাঁধলেও কারও সঙ্গে ঘর বাঁধেননি তিনি। সবশেষ পূজা হেগড়ের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠলেও পরে শোনা যায় নায়িকা প্রেম করছেন এক ক্রিকেটারের সঙ্গে।

তারপর থেকে ভাইজানের নামের সঙ্গে জড়ায়নি কোনো সুন্দরীর নাম। সর্বত্র যাতায়াতও একাই করেন। তবে ভিন্ন চিত্র দেখা গেল অনন্ত আম্বানী ও রাধিকার প্রাক বিয়ের অনুষ্ঠানে। এক সুন্দরীর হাতে আহত রেখে হাজির হলেন তিনি। তা দেখে গুঞ্জন উঠেছে তবে কি আর সিঙ্গেল নন ভাইজান?

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, যার সঙ্গে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে পৌঁছেছেন সালমান তিনি রোমানিয়ান মডেল-অভিনেত্রী ইউলিয়া ভান্তুর। যার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জন চলছে সালমানের। এই সুন্দরীর সঙ্গে বারবার নাম জড়িয়েছে পর্দার টাইগারের। একবার তো এও রটে যায়, নিজের জন্মদিনেই ইউলিয়াকে বিয়ে করছেন সালমান। যদিও সেই ঘটনা সত্যিই ঘটেনি।

এবার অনন্ত-রাধিকার সঙ্গীতের অনুষ্ঠানেও দিব্যি দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে নাচতে দেখা গেল সালমানকে। নেপথ্যে বাজছে, তার ছবির ব্লকবাস্টার গান ‘ও ও জানে জানা’। ডান্সফ্লোরে ইউলিয়ার সঙ্গে সিগনেচার স্টেপে নেচে বাজিমাত করলেন বলিউড সুপারস্টার।

ইউলিয়ার সঙ্গে ভাইজানকে নাচতে দেখে যারপরনাই আনন্দিত ভক্তরা। তবে কি তকমা ঘুচতে যাচ্ছে এবার? অনেকের প্রশ্ন। সেইসঙ্গে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সালমান-ইউলিয়ার নাচের ভিডিওটি।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top