সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৭ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


কী থাকছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’র সপ্তম কিস্তিতে?


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৪ ১৩:১৮

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৬:৩৫

ফাইল ছবি

বিশ্বে দর্শকদের হলিউডের যে সিনেমাগুলো দৃষ্টি কেড়েছে, সেগুলোর মধ্যে অন্যতম ‘জুরাসিক ওয়ার্ল্ড’ এর ফ্র্যাঞ্চাইজি। ১৯৯৩ সালে জুরাসিক পার্ক মুক্তির পর ৩১ বছর পেরিয়ে গেছে। এর মধ্যে প্রকাশ্যে এসেছে এই সিরিজের ৬টি সিনেমা। সপ্তম সিনেমাটিও প্রায় প্রস্তুত। সম্প্রতি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ-এর প্রথম ঝলক প্রকাশ্যে এনেছে ইউনিভার্সাল পিকচার্স।

জানা গেছে, ছবিটির প্রধান চরিত্রে আছেন স্কারলেট জোহানসন, মাহেরশালা আলী, এবং জোনাথন বেইলি। গ্যারেথ এডওয়ার্ডস পরিচালিত এবং ১৯৯৩ সালের মূল জুরাসিক পার্কের লেখক ডেভিড কোপ-এর লেখা চিত্রনাট্য নিয়ে তৈরি এটি।

জুরাসিক ওয়ার্ল্ডের সর্বশেষ সিকুয়েল ‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’ যেখানে শেষ হয়েছিল, তার পাঁচ বছর পরের গল্প দেখা যাবে নতুন সিনেমায়। অফিসিয়াল সিনোপসিস অনুসারে, রিবার্থের সময় পৃথিবীর ইকোলজি ডায়নোসরের জন্য ব্যাপকভাবে বাসযোগ্যতা হারিয়ে ফেলে। বেঁচে থাকা ডায়নোসরগুলো বিচ্ছিন্ন পরিবেশে বসবাস শুরু করে, যেগুলি তাদের মূল বাসস্থান থেকে ভিন্ন। এই ট্রপিক্যাল বায়োসফিয়ারের তিনটি সবচেয়ে বড় প্রজাতির ডায়নোসরের জিনের মধ্যে একটি ওষুধের সন্ধান পাওয়া যায়, যা মানবজাতির জন্য অলৌকিক জীবন রক্ষাকারী উপাদান হবে।

জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ সিনেমার চরিত্রগুলোর সম্পর্কে একটি ধারণা দিয়েছে ইউনিভার্সাল স্টুডিও। জোহানসনকে দেখা যাবে বিশেষজ্ঞ জোরা বেনেটের ভূমিকায়, অবশিষ্ট ডাইনোসরের প্রজাতি থেকে ডিএনএ সংগ্রহের জন্য নিয়োগ করা হয়েছে তাকে। কারণ, কিছু মানুষ চায়, ডাইনোসরকে ব্যবহার করে পৃথিবীতে তাদের কর্তৃত্ব স্থাপন করতে। জোহানসনের টিমের সদস্য ডানকান কিনকেডের ভূমিকায় অভিনয় করেছেন মাহেরশালা আলী। জোনাথন বেইলি থাকবেন জীবাশ্মবিদ ড. হেনরি লুমিসের চরিত্রে। তাদের সঙ্গে থাকবে আরও কিছু চরিত্র।

গল্পের শেষ দিকে সবাই একটি দ্বীপে আটকা পড়ে এবং এমন এক ভয়ংকর ও মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি হয়, যা এত দিন সবার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল।

জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ ২০২৫ সালের জুলাইয়ে থিয়েটারে মুক্তি পাবে বলে জানিয়েছে ইউনিভার্সাল পিকচার্স। সিনেমাটির নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন স্টিভেন স্পিলবার্গ, ডেনিস এল. স্টুয়ার্ট এবং জিম স্পেনসার। মূল প্রযোজক হিসেবে থাকবেন ফ্র্যাঙ্ক মার্শাল ও প্যাট্রিক ক্রাউলি।

সূত্র: ইউনিভার্সাল পিকচার্স, হিপবিস্ট, ইয়াহু এন্টারটেইনমেন্ট।


সম্পর্কিত বিষয়:

হলিউড জুরাসিক ওয়ার্ল্ড

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top