শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


কারাগার থেকে ফিরে যা বললেন সেই র‌্যাপার হান্নান


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৯

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৫১

ফাইল ছবি

বাংলাদেশি র‍্যাপার হান্নান হোসাইন শিমুল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তেজনার মাঝে ‘আওয়াজ উডা’ শিরোনামে একটি গান প্রকাশ করেন তিনি। গানটি তখন দেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।

এক পর্যায়ে প্রতিবাদী এই গানের জন্য গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে হান্নানকে গ্রেপ্তার করা হয়। অবশেষে শেখ হাসিনার পদত্যাগের একদিন পর গত ৬ আগস্ট মুক্তি পান তিনি।

কারাগারে থাকার দিনগুলোর অভিজ্ঞতা তুলে ধরে সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন হান্নান হোসাইন শিমুল। জানান, কারাগারে ১২ দিন থাকতে হয়েছে তাকে। যদিও গ্রেপ্তারের আগে তার পরিবার এ বিষয়ে কিছুই জানত না। হান্নান যখন বুঝতে পারেন তার বিরুদ্ধে ভাঙচুর, বিস্ফোরণের মামলা দেওয়া হয়েছে, তখন বিষয়টি নিয়ে আর কিছুই করার ছিল না হান্নানের।

হান্নানের কথায়, ‘যখন আমাকে কারাগারে নিয়ে আসা হয় তখনই বুঝে গিয়েছিলাম এখানে আমাকে কিছুদিন থাকতে হবে। বাকি দিনগুলো খুব কষ্টে কাটবে। প্রথম কয়েকটা দিন ছিল খুবই দুঃসহ।’

হান্নান বলেন, ‘আমাকে টাওয়ারে রাখা হয়েছিল। বাইরে বের হওয়ার উপায় ছিল না। পরে টাওয়ার থেকে নামিয়ে বাইরের সেলে নিয়ে যাওয়া হয়েছিল। ছোট একটা রুমের মধ্যে আমার সঙ্গে দু’জন ছিল। জেলের ভেতর বাইরের কোনো খবর পাচ্ছিলাম না। প্রথম জেলজীবন, ১৩ দিন কতটা কষ্টে জেলে ছিলাম তা বলে বোঝানো সম্ভব নয়।’

হান্নান আরও বলেন, ‘আদালতে নেওয়ার আগে থানায় ৩৯ ঘণ্টা আটকে রাখা হয়েছিল। আমার পরিবারের লোকজন তখন কিছুই জানত না। আদালতে পাঠানোর আগেও আমি জানতাম না, আমাকে কী অভিযোগে এখানে আনা হয়েছে। পরে জেনেছি, আমার বিরুদ্ধে নাকি ভাঙচুর, বিস্ফোরণের মামলা দেওয়া হয়েছে।’

জেল থেকে মুক্তি পাওয়ার পর অনুভূতি জানিয়ে হান্নান বলেন, ‘অনেকের আইনি সহায়তা পেয়েছি। অনেকে দেয়ালে দেয়ালে গ্রাফিতি করেছেন। কেউ কেউ ব্যানার নিয়ে মিছিলও করেছেন। সবাই আমার জন্য এত কিছু করেছেন আমি যখন জানতে পেরেছি, আবেগে চোখের পানি ধরে রাখতে পারিনি।’



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top