সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৭ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


সুযোগ পেলে অবশ্যই শাকিবের সঙ্গে ছবি করব : তাসনুভা তিশা


প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৪ ১৭:৫৪

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৬:৪৪

ফাইল ছবি

ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। একের পর এক বিভিন্ন নাটকে অভিনয় করে দর্শকের বেশ সাড়া পাচ্ছেন অভিনেত্রী। বেশ কয়েকটি প্রেমের গল্পের নাটক করে আলোচনায় তিনি।

সম্প্রতিই একটি নতুন নাটক মুক্তি পেয়েছে তিশার। গত সোমবার রাতে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। বাপ্পি খান পরিচালিত সেই নাটকের নাম ‘প্রেমিক যুগল’। যেখানে তিশার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা আরশ খান।

প্রায় নাটকেই আরশ খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে দেখা যায় তিশাকে। তাতে দর্শকের ব্যাপক সারাও মেলে। সব মিলিয়ে নিজের কাজ প্রসঙ্গে বরাবরের মতো গণমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেত্রী। সেখানে জানালেন, সুযোগ পেলে শাকিব খানের সঙ্গেও জুটি বাঁধবেন তিনি!

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কাজ নিয়ে আলোচনা করেন তিশা। কখনও বড় পর্দায় আসবেন কি না, এমন প্রসঙ্গে তিশা বলেন, ‘সিনেমা নিয়ে কিছু বলতেই চাই না।’ তবে মেগাস্টার শাকিব খানকে প্রশংসায় ভাসিয়ে তিশা বলেন, ‘সিনেমা যদি করতে হয়, তাহলে শাকিব খানের সঙ্গেই করব। আসলে শাকিবিয়ান বা তার ফ্যান অনেক। আমি নিজেও শাকিব খানের ফ্যান। এত সুন্দর, এত হ্যান্ডসাম একজন হিরো, এবং তিনি নিজেকে যেভাবে ডে বাই ডে, যে জায়গায় আছে এখন, এটা আসলে 'হ্যাটস অফ টু হিম'।’

শাকিবের নায়িকা হওয়া প্রসঙ্গে তিশা আরও বলেন, ‘আমি নায়িকা হওয়ার জন্য তার পাশে দাঁড়ালে আমার কি লাগবে জানিনা। তবুও দুঃসাহস করি, যদি শাকিবের সঙ্গে সিনেমা করার সুযোগ আসে, আমি অবশ্যই করব।’

এদিকে গেল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেগাস্টার শাকিব খানের ‘দরদ’। এদিন থেকে একযোগে বাংলাদেশ, আমেরিকা, মালদ্বীপসহ বিভিন্ন দেশে চলছে ছবিটি। সে থেকে আলোচনায় ছবিটিতে শাকিবের অ্যাকশন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top