সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৭ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


বাচ্চাদের চেয়েও আগে আমার বউ : রাজ চক্রবর্তী


প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৭

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৬:৪২

ফাইল ছবি

আর মাত্র কয়েকদিন পরেই বড় পর্দায় আসতে চলেছে ওপার বাংলার পরিচালক রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘সন্তান’। ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার দারুণ সাড়া ফেলেছে দর্শকমহলে। এখন ছবিটি নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রচারকাজ।

‘সন্তান’ ছবিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। বলে রাখা ভালো, শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী। তবে এই ছবির দুই সম্মুখশিল্পী হিসেবে সদ্যই ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাজ-শুভশ্রী। সেখানে তাদের পারিবারিক কথাও উঠে আসে।

এর মাঝে অকপটে এমনই এক কথা জানিয়ে দিলেন রাজ, তাতে যে কারও মনে হতে পারে এই পরিচালক একজন 'বউ পাগল'। রাজ-শুভশ্রীর দুই সন্তান ইউভান-ইয়ালিনির কাছে ক্ষমা চেয়ে পরিচালক বললেন, বউ তার কাছে সবার আগে!

রাজের কথায়, ‘অনেকে খারাপ ভাবতে পারেন, খারাপ বুঝতে পারেন। তবে আমার কাছে আমার বাচ্চাদের চেয়েও আগে আসে আমার বউ। সরি ইউভান-ইয়ালিনি। ওরা বড় হয়ে বুঝবে’।

রাজের কথায় সায় দিয়ে শুভশ্রী বলেন, ‘ওহ সবসময় এটা বলে।’ অর্থাৎ শুধু ক্যামেরার সামনে নয়, বাস্তব জীবনেও বউকে সবসময় এই কথা বলে থাকেন রাজ।

প্রসঙ্গত, নাড়ির টানের সম্পর্কও উঠতে পারে কাঠগড়ায়, এই প্রেক্ষাপটেই রাজ তৈরি করেছেন নতুন ছবি ‘সন্তান’। ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর ভূমিকায় অহনা, বাবার চরিত্রে মিঠুন চক্রবর্তী, মায়ের ভূমিকায় অনসূয়া মজুমদার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে টালিউডের নামজাদা সব তারকারা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top