শুক্রবার, ২৮শে মার্চ ২০২৫, ১৪ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


আইসিইউতে ১৫ দিন ধরে অজ্ঞান ফারুক


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২১ ১৮:১৬

আপডেট:
২৮ মার্চ ২০২৫ ১০:০১

ছবি: সংগৃহীত

প্রায় এক মাস ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বর্ষীয়ান অভিনেতা ও আওয়ামী লীগের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। টানা ১৪ দিন ধরে আইসিইউতে সজ্ঞাহীন রয়েছেন এই তারকা। কোনোভাবেই চোখ খুলছেন না।

এসব তথ্য জানিয়ে ফারুকের ছেলে রোশন হোসেন পাঠান শরৎ বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার্চের ১৫ তারিখে বাবার দুবার খিঁচুনি হয়। এরপর বাবাকে আইসিইউতে নেওয়ার হয়। শারীরিক অবস্থা কিছুটা ভালো হলে বাবাকে কেবিনে স্থানান্তর করা হয়। এরপর ২১ তারিখ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তখন টেস্ট করে চিকিৎসকরা ব্রেনের নার্ভে ইনফেকশন পান। এরপর বাবাকে পুনরায় আইসিইউতে নেওয়া হয় এবং তখন থেকে ঘুম থেকে উঠছেন না। টানা ১৫ দিন বাবা চোখ খোলেননি, উনার শরীর নড়ছে খুবই কম।’
শরৎ আরও বলেন, ‘চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন। এখন দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চাইছি। আল্লাহ চাইলেই বাবা আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’


সম্পর্কিত বিষয়:

ফারুক

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top