বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


‘আলিঙ্গনের আদর ওষুধের মতো কাজ করে’


প্রকাশিত:
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০২

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:২৬

ছবি সংগৃহীত

প্রিয়জনকে জড়িয়ে ধরতে নির্দিষ্ট কোনো দিনক্ষণ নিষ্প্রয়োজন বলে মনে করেন অনেকে। তবে বিষয়টিকে বিশেষ করে তুলতে আজ ১২ ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিকভাবে ধার্য করা হয়েছে। টলিউড তারকারাও মূল্যায়ন করছেন আলিঙ্গন দিবসকে।

অভিনেত্রী মধুমিতা সরকারের ভীষণ পছন্দ প্রেমিকের আলিঙ্গন। সদ্য প্রেমে পড়া নায়িকার কথায়, “প্রেমিকের উষ্ণ আলিঙ্গন সব সময় ভালোই লাগে। কিন্তু ৩৬৫ দিনের মধ্যে কেন শুধু একটা মাত্র দিনই জড়িয়ে ধরার সুযোগ করে দেবে এ ব্রহ্মাণ্ড?”

অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তী মনে করেন জড়িয়ে ধরা ওষুধের মতো কাজ করে। তিনি বলেন, “যখন একাকিত্ব গ্রাস করে, ছুটে চলা জীবনের মাঝে কোথাও গিয়ে মনে হয় আমি হেরে যাচ্ছি বা কোথাও পৌঁছাতে পারছি না, জীবনে ওঠাপড়ার সময় প্রিয়জনের উষ্ণ আলিঙ্গন ওষুধের মতো কাজ করে”

গায়ক রূপম ইসলামের কথায়, “জড়িয়ে ধরার জন্য বিশেষ দিনের প্রয়োজন কে বলেছে? যখন মনে হবে তখনই জড়িয়ে ধরতে হবে।” সম্প্রতি বইমেলায় এক অনুরাগী যখন প্রশ্ন করেন তাকে, “জড়িয়ে ধরব?” রূপমের পাল্টা প্রশ্ন “কেন নয়?” শিল্পী জানালেন, সে দিন ‘হাগ ডে’ ছিল না। শারীরিক ভাবে হোক বা মানসিক দিক থেকে, জড়িয়ে ধরায় কোনও বাধা নেই।

এদিকে ঋতাভরী চক্রবর্তী আবার প্রেমে থাকতে ভালোবাসেন। তবে ‘হাগ ডে’ নিয়ে বিশেষ কোনও বক্তব্য নেই তার। “নো হাগ, নো ডে”, বলে ধোঁয়াশা বজায় রাখলেন অভিনেত্রী।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top