বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


সিনেমাপ্রতি ১০০ কোটি টাকা পারিশ্রমিক দাবি, জন আব্রাহামের ক্ষোভ


প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৯

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৮:৫১

ছবি সংগৃহীত

ক্রমশ দর বাড়ছে বলিউড অভিনেতাদের। পরিস্থিতি এমনই যে সিনেমাপ্রতি নির্মাণ খরচ ছাড়িয়ে যাচ্ছে মাত্রা। এর আগেও অভিনেতাদের, বিশেষ করে নায়কদের পারিশ্রমিক নিয়ে কথা বলেছেন অনেকে। অভিনেত্রী কারিনা কাপুর খান থেকে কঙ্গনা রানাউত— ডাকাবুকো অভিনেত্রীরা প্রশ্ন তুলেছেন নায়কের তুলনায় নায়িকার কম পারিশ্রমিক পাওয়া নিয়ে।

সম্প্রতি মাত্রাছাড়া পারিশ্রমিকের বিষয়টিতে মুখ খুলেছেন পরিচালক-প্রযোজক করণ জোহর, কোরিওগ্রাফার ফারহা খান থেকে বর্ষীয়ান পরিচালক-প্রযোজক রাকেশ রোশনও। তাদের সবারই দাবি— অভিনেতা থেকে তাদের সহকারী, সবাই এত পারিশ্রমিক দাবি করছেন যে, তা সামাল দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে।

এবার মুখ খুললেন বলিউড অভিনেতা জন আব্রাহামও। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জন বলেন, ইতোমধ্যে হিন্দি সিনেমার ওপর এ প্রবণতার প্রভাব পড়তে শুরু করেছে। তিনি বলেন, একজন নায়ক সিনেমাপ্রতি ১০০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করছেন। তার স্টাইলিস্ট চাইছেন ২ লাখ টাকা। এভাবে আনুষঙ্গিক খরচ বাড়তে দেওয়া উচিত নয় বলেও মনে করেন তিনি।

জন বলেন, জানি না সত্যিই অভিনেতারা এ রকম বড় পারিশ্রমিক পাওয়ার কথা ভাবছেন, নাকি মধ্যস্বত্বভোগীরা ভাবাচ্ছেন তাদের? তবে এ কথা সত্যি যে, তারা একটা বুদবুদের মধ্যে বাস করছেন। কিন্তু এতটা অবুঝ হওয়ার কথা নয়। এই অলীক দুনিয়া থেকে বাইরে বেরিয়ে দেখতে হবে তো! গোটা বলিউড ইন্ডাস্ট্রি কিন্তু ভোগান্তি পোহাচ্ছে।

জন আরও বলেন, এই সময় অভিনেতারা কোনো কৃষ্ণগহ্বরের মধ্যে রয়েছেন। তাদের উচিত— চলচ্চিত্র জগতের মঙ্গলের কথা ভাবা। কারণ যদি কোনো সিনেমার লাভ হয়, তবেই অভিনেতাদেরও লাভ হবে। উচ্চ পারিশ্রমিক দাবি করা অভিনেতাদের দিকে জনের কটাক্ষ, আর কতদিন এ দুনিয়াকে শুষে খাবেন? আপনি কিন্তু এক হাতে তালি বাজাতে পারবেন না।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top