ধর্ষক কেন বেঁচে থাকবে— মাগুরার শিশুটির মৃত্যুতে তমার প্রশ্ন
প্রকাশিত:
১৩ মার্চ ২০২৫ ১৪:৪৩
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৮:২৪

বাঁচানো গেল না মাগুরায় নির্যাতিত সেই শিশুটিকে। চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে পাশবিকতার শিকার একরত্তি। গোটা দেশবাসী শোকে মুহ্যমান। সেইসঙ্গে ক্ষুব্ধ ধর্ষকের ওপর। এমনবস্থায় ঢালিউড অভিনেত্রী তমা মীর্জার প্রশ্ন ধরস্ক কেন বেঁচে থাকবে।
আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে শিশুটির মৃত্যুসংবাদ শেয়ার দিয়ে তমা লিখেছেন, শুনুন পশু ধরে রেখে দেয় না মেরে ফেলে। আবর্জনা পরিষ্কার করে ফেলতে হয়। রেখে দিয়ে দুর্গন্ধ ছড়াতে হয় না।
এরপর লেখেন, দশ-বিশজন পশুরূপী অমানুষ না থাকলে আমাদের দেশের জনসংখ্যা কমবে না। ধর্ষক কেন বেঁচে থাকবে? হয় সাথে সাথে মারেন, না পারলে সাধারণ জনগণের কাছে দিয়ে দেন, কিন্তু বাঁচিয়ে রেখেন না।
মন্তব্যের ঘরে অনুসারীদের অনেকে তমার সঙ্গে সহমত পোষণ করেছেন। একজন লিখেছেন, আমার বোন কবরে ধর্ষক কেন বাহিরে। অন্য একজন লিখেছেন, বলার কিছু নেই।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সেনাবাহিনী জানায়, শিশুটির রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিসও করা হচ্ছিল। তাছাড়া, তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি পর্ষদ গঠন করা হয়েছিল।
শিশুটির জন্য সেনাবাহিনী দেশবাসীর কাছে দোয়া চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিল, যেখানে বলা হয়, ‘শিশুটির অবস্থা অত্যন্ত সংকটজনক। তার জন্য সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা তার জীবন রক্ষার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: