১৬ বছরের কিশোরকে কি এই আচরণ মানায়: মালাইকা অরোরা
প্রকাশিত:
২২ মার্চ ২০২৫ ১৩:৪৬
আপডেট:
২৩ মার্চ ২০২৫ ০০:৫০

আচরণে রাখঢাক নেই বলিউড তারকা মালাইকা অরোরার। রাগ ক্ষোভ প্রকাশ করতে স্থান-কাল-পাত্র ভেদ করেন না। সম্প্রতি ১৬ বছরের এক কিশোর অশালীন ইঙ্গিত করতেই মালাইকা চাইলেন তার মায়ের ফোন নাম্বার।
নাচের একটি রিয়েলিটি শোয়ের বিচারক মালাইকা। সেখানে এক কিশোর প্রতিযোগী চোখ টিপে দেন তাকে। ছুঁড়ে দেন চুম্বন। তাতেই মেজাজ হারান অভিনেত্রী। এরইমধ্যে সে ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এবার বিষয়টি নিয়ে বিস্তারিত বললেন মালাইকা।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, “আমরাও নাচকে জীবন্ত করতে অভিনয় করি। উড়ন্ত চুম্বন দিই। চোখের ইশারাও করি। কিন্তু সেদিন ছেলেটি একটু বেশিই করছিল। মাত্র ১৬ বছরের এক কিশোরকে কি এই আচরণ মানায়?”
তিনি জানান, শুরু থেকেই কিশোরের হাবভাব অন্যরকম ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত সে মালাইকার চোখে চোখ রেখে নেচেছে। সঙ্গে নিন্দনীয় অঙ্গভঙ্গি। যা মালাইকাকে অস্বস্তিতে ফেলে দেয়। তাই কিশোরের পারফর্মেন্স শেষ হতেই তিনি তার মায়ের যোগাযোগ নম্বর জানতে চান। কিশোরের আচরণের সমালোচনা করেন।
তবে কিশোরকে শুধু কটাক্ষ করেই থেমে থাকেননি পর্দার মুন্নি। করেছেন প্রশংসাও। তিনি জানিয়েছেন ওই কিশোর নিখুঁত নাচে। ভবিষ্যতে বড় নৃত্যশিল্পী হওয়ার সম্ভাবনা রয়েছে তার।
এদিকে সোশ্যাল হ্যান্ডেলে ভিডিওটি নিয়ে চলছে বিস্তর আলোচনা। কেউ ওই কিশোরকে এক হাত নিচ্ছেন। আবার কারও মন্তব্য, কাটতি বাড়াতেই ভিডিওটি করা হয়েছে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি মালাইকা।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: