ঐশ্বরিয়ার গাড়ি দুর্ঘটনা, পুলিশের খপ্পরে অমিতাভের দেহরক্ষী
প্রকাশিত:
২৭ মার্চ ২০২৫ ১৪:৫৮
আপডেট:
৩১ মার্চ ২০২৫ ০৩:৪০

বলিউড তারকা ঐশ্বরিয়া রাইয়ের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এরইমধ্যে রাষ্ট্র হয়েছে খবরটি। এবারও আরও এক তথ্য। এ ঘটনার পরই পুলিশের খপ্পরে অমিতাভ বচ্চনের এক নিরাপত্তারক্ষী। যদিও আটক করা হয়নি তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বলা হয়েছে, ওই বাসটি জুহুর ডিপো থেকে ছেড়েছিল। দুর্ঘটনার পর ঐশ্বরিয়া রাই বচ্চনের শ্বশুর অমিতাভের এক নিরাপত্তারক্ষী বাংলো থেকে বেরিয়ে আসেন এবং অযৌক্তিকভাবে বাসের চালককে চড় কষান।
ওই চালক বাস থেকে নেমে রাই সুন্দরীর গাড়ি পরীক্ষা করে দেখছিলেন কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। ঠিক তখনই বাংলো থেকে এক নিরাপত্তারক্ষী বেরিয়ে এসে সজোরে চড় কষান চালককে। চালকও বসে থাকেননি। খবর দেন পুলিশে। তৎক্ষণাৎ মুম্বাই ট্রাফিক পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছয়।
পুলিশ পৌঁছাতেই বাসের চালকের কাছে ক্ষমা চেয়ে নেন ওই নিরাপত্তারক্ষী। পুলিশের সামনেই দু’ পক্ষ বিষয়টা মিটিয়ে নেয়। পরে ওই বাসটি সান্তাক্রুজের উদ্দেশে রওনা হয়। ঘটনায় কারও বিরুদ্ধে কোনোরকম অভিযোগ বা এফআইআর দায়ের হয়নি। পুলিশের তরফেও সিলমোহর বসানো হয়েছে এই খবরে।
এরইমধ্যে ঐশ্বরিয়ার গাড়ি দুর্ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, একটি লাল বাস অভিনেত্রীর গাড়ির পেছনে ধাক্কা মারে। বাসের ধাক্কায় সামান্য ক্ষতিগ্রস্ত ঐশ্বরিয়ার বিলাসবহুল গাড়ি। গত বছর দীপাবলির সময় এই গাড়িটি কেনেন অভিনেত্রী। নম্বর প্লেট ‘৫০৫০’ দেখে পাপাারৎজিরা চিনতে পারেন গাড়িটি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: