সোমবার, ৭ই এপ্রিল ২০২৫, ২৪শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


আলিয়ার সামনেই দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন রণবীর!


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২৫ ১০:৫১

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ০৯:০১

ছবি সংগৃহীত

বলিউডের পর্দায় অন্যতম সফল জুটি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। বলা বাহুল্য, সে কারণে তাদের ব্যক্তিগতও জীবনও ছিল আলোচনায়; রণবীরের প্রেমে নাকি ডুবেছিলেন দীপিকা।

কিন্তু সে সময় মনযোগ অন্যদিকে যায় রণবীরের। দীপিকার সঙ্গে সম্পর্কের মাঝেই মন দিয়ে ফেলেছিলেন ক্যাটরিনার কইফকে। এরপর পরই ভাঙন ধরে রণবীর-দীপিকার মধ্যে। তবে তার পরেও পর্দায় জুটি বেঁধেছেন তারা— ‘তামাশা’ বা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো ছবিতে তাদের রসায়নে মুগ্ধ হয়েছেন দর্শক। অনেকে বলেছেও, রণবীরের প্রতি দীপিকার প্রেম নাকি বার বার ফুটে উঠেছে এই ছবিতে।

এদিকে স্ত্রী আলিয়া ভাট ও কন্যা সন্তানকে নিয়ে বেশ আনন্দের সংসার কাটছে রণবীরের। পর্দায়ও ফের জুটি বাঁধছেন রণবীর-আলিয়া। সঞ্জয় লীলা ভানসালির ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে এই তারকা দম্পতিকে। শুধু তাই নয়, এও শোনা যাচ্ছে, এ ছবিতেই নাকি রণবীর ও দীপিকা; যেখানে তাদের দেখা যাবে অত্যন্ত ঘনিষ্ঠ দৃশ্যে।

জানা গেছে, ছবিতে রণবীরের বিপরীতে ৪০ মিনিটের জন্য একটি চরিত্রে দেখা যাবে দীপিকাকে। অতিথি শিল্পী হিসেবে নাকি এই ছবিতে অভিনয় করছেন দীপিকা। সেই অতি ঘনিষ্ঠ দৃশ্যের জন্য ছবিটি দেখতে গেলে দর্শককে প্রাপ্তবয়স্ক হতে হবে।

এখনও পর্যন্ত এই বিষয়ে নিয়ে দীপিকা বা তার সহযোগী পক্ষ থেকে কিছু জানানো হয়নি। অভিনেত্রী চুক্তিপত্রে এখনও সই করেননি বলেই জানা যাচ্ছে। ‘গেহরাইয়া’ ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছিল দীপিকাকে। তবে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে তার চেয়েও বেশি সাহসী দৃশ্যে তাকে দেখা যাবে বলে জানা যাচ্ছে। দৃশ্যটি অতিরিক্ত সাহসী বলেই দীপিকা নাকি ভাবার সময় নিয়েছেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top