বৃহঃস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫, ৩রা বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


আপাতত হচ্ছে না স্বাধীনতা কনসার্ট!


প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৫ ১২:৪৪

আপডেট:
১৭ এপ্রিল ২০২৫ ০৫:১৬

ছবি সংগৃহীত

গাজা ও রাফায় নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ স্থগিত করা হয়েছে।

নির্ধারিত দিন আগামী শুক্রবার (১১ এপ্রিল) থেকে পিছিয়ে শনিবার (১২ এপ্রিল) সার্বজনীনভাবে কনসার্ট উদযাপনের সিদ্ধান্তকে সাময়িক স্থগিত করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। নতুন করে কবে এই আয়োজন হবে তা এখনো নির্ধারণ হয়নি।

প্রসঙ্গত, মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ ২০২৫) সার্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশী শিল্পীদের অংশগ্রহণে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত ‘স্বাধীনতা কনসার্ট’ রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ-এর পাশাপাশি একইদিনে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় আলাদা আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একইসাথে শহীদ এবং যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী ‘World Stops For Gaza’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে।

‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল সোমবার (৭ এপ্রিল) রাতে এক বিবৃতিতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। নেতৃত্বদ্বয় বলেন, এমন ভয়ঙ্কর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়। ইসরায়েলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততোধিক অমানবিক।

এই প্রেক্ষিতে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আগামী শুক্রবার (১১ এপ্রিল) রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ একদিন পিছিয়ে পরেরদিন শনিবার (১২ এপ্রিল) সার্বজনীনভাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এই সিদ্ধান্ত সোমবার রাতে পরিবর্তন করে ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।

যদিও কনসার্ট স্থগিতের পেছনে অন্য কারণ আছে বলে জানা গেছে। ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে কনসার্টের দিনে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত প্রতিবাদ মিছিলের কর্মসূচি দেয়া হয়েছে। যাতে আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারী থাকবেন বলে ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিনের মতো স্পর্শকাতর বিষয়ে কর্মসূচি থাকায় যাতে বিরোধ তৈরি না হয় সে কারণে স্বাধীনতা কনসার্ট স্থগিত করা হয়েছে।

জানা গেছে, বারবার এমন করে তারিখ পরিবর্তন করায় আয়োজকদের বেশ বিপদে পড়তে হচ্ছে। বিশেষ করে কনসার্টে দেশের বরেণ্য শিল্পীদের গান পরিবেশনের কথা। তারিখ পরিবর্তন হওয়ায় তাদেরও শিডিউল বদলাতে হচ্ছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top