রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


কারিনা খুব সাংঘাতিক মেয়ে, বিয়ের আগে সাইফকে সতর্ক করেন অক্ষয়


প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৫ ১৮:১৪

আপডেট:
১৩ এপ্রিল ২০২৫ ১৬:৩৯

ছবি সংগৃহীত

সাইফ প্রেমে পড়েছেন। খবর ছড়িয়ে পড়তেই সকলের মধ্যে তুমুল আগ্রহ। কে সেই নারী? অভিনেতা অক্ষয় কুমার নাকি আগে থেকেই আঁচ পাচ্ছিলেন এই প্রেমের। তার অনুমানই ঠিক। জানতে পারেন সাইফের নতুন প্রেমিকা কারিনা কপুর।

খবর কনফার্ম হতেই এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসেছিলেন অভিনেতা। যা পরবর্তীকালে অভিনেত্রীও জানতে পেরে যান। টুইঙ্কেল খান্নাকে দেওয়া একটি সাক্ষাৎকারে কারিনা বলেন, ২০০৮ সালে একটি সিনেমায় একসঙ্গে কাজ করার সময় অক্ষয়ের প্রথম সন্দেহ হয়েছিল সাইফ ও করিনা একে অন্যের ঘনিষ্ঠ হচ্ছেন।

কারিনার সঙ্গে বিয়ের আগে নাকি সাইফকে একটু ভাবনাচিন্তা করার পরামর্শ দিয়েছিলেন অক্ষয়। ২০১২ সালে বিয়ে করেন এই তারকা জুটি। টুইঙ্কেল খান্নার সঙ্গে একটি আড্ডায় কারিনা জানান, একসঙ্গে কাজ করার সময় তার এবং সাইফের মধ্যে ধীরে ধীরে সম্পর্ক গড়ে উঠেছিল। এমনকী, তাদের আগে বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে কাজ করার কথাও হয়েছিল। কিন্তু তিনি সবসময় প্রত্যাখ্যান করেছেন অফার।

কারিনা বলেন, সাইফের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার আগে থেকেই অক্ষয়ের মনে হয়েছিল আমাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠছে। অক্ষয় সাইফকে ঘরের এক কোণে টেনে নিয়ে বলেন, ‘একটা কথা মন দিয়ে শোনো, ও কিন্তু সত্যিই খুব সাংঘাতিক মেয়ে। ওর পরিবারও সাংঘাতিক। আমি ওদের চিনি। তাই যা করবে বুঝে শুনে।’

শুধু এই কথা বলেই থামেননি অক্ষয়। সাইফকে পরামর্শ দিয়েছিলেন যেন কারিনার সঙ্গে কোনও ঝামেলা না করেন। তবে থেমে থাকেননি সাইফও। বলেছিলেন, তিনি বুঝে গেছেন কী করতে হবে। করিনার বিষয়টা তিনি সামলে নেবেন।

সাক্ষাৎকারে কারিনা আরও বলেন, ক্যারিয়ারের খুব কঠিন সময়ে সাইফের সঙ্গে তার দেখা হয়। তখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। অভিনেত্রী বলেন, ‘আমি যখনই ভেবেছি পড়ে যাচ্ছি, তখনই সাইফ আমাকে ধরে তুলেছে। আমাদের এই প্রেমের বন্ধন তো আগে থেকেই তৈরি। আটকাবে কে?’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top