বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫, ৩রা বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


শাহরুখের স্বপ্নের বাড়িতে থাকতে পারবেন আপনিও!


প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২৫ ১৬:১২

আপডেট:
১৬ এপ্রিল ২০২৫ ০৬:৪১

ছবি সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়ি ‘মান্নাত’ অনেকের কাছেই স্বপ্নের ইমারত। মায়ানগরীতে ঘুরতে গেলে এই প্রাসাদ প্রায় সকলের কাছেই দর্শনীয় স্থান। তবে কয়েকদিন আগেই বাড়ি পরিবর্তন করেছেন। এখন সপরিবারে তিনি পালি হিলসের এক বাংলোতে থাকছেন।

তবে বিদেশেও শাহরুখের বাড়ির সংখ্যা নেহাত কম নয়। দুবাই, লন্ডন, ক্যালিফোর্নিয়া-সহ একাধিক শহরে রয়েছে তার স্বপ্নের বাড়ি। যেখানে থাকার সুযোগ পেতে পারেন আপনিও। এক রাত থাকার জন্য কত টাকা গুনতে হবে? মান্নাত নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই।

তার অন্দরসজ্জা কেমন হবে তা সকলেই জানতে আগ্রহী। কয়েক বছর আগেই ভক্ত-অনুরাগীদের জন্য দিল্লির বাড়ির দরজা খুলে দিয়েছিলেন শাহরুখ। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সেখানে রাত কাটানোর সুযোগ পেয়েছিলেন কেউ কেউ।

এবার সাধারণ মানুষের জন্য ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বুকে তৈরি ‘গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা’র দরজা খুললেন কিং খান। বাড়িটি সাদা ও বেজ রঙের থিমে সজ্জিত। রয়েছে ৬টি বেডরুম। সুইমিং পুলের ধারে বসে উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য।

এছাড়া থাকছে জাকুজি, টেনিস কোর্ট। বাড়ির ভিতরে আগুন পোহানোর জন্য প্রতিটি ঘরে পাবেন ফায়ার প্লেস। বৈঠকখানার ঘরে বিরাট সোফা, বিভিন্ন দেওয়াল সাজানো বড় বড় আয়না দিয়ে। পছন্দের বই পড়ার জন্যও বিশেষ ব্যবস্থা করা আছে। এছাড়াও রয়েছে নানা ডিজাইনের ঝাড়বাতি। রান্নাঘরটিও তাক লাগানোর মতো।

সব মিলিয়ে কোনও প্রাসাদের থেকে কম নয় এই বাড়ি। এবার আসা যাক খরচে। গ্র্যান্ড ভ্যাকেশন ভিলায় থাকার জন্য প্রতি রাতের জন্য খরচ হবে প্রায় ১ লাখ ৯৬ হাজার টাকা। ২০১৭ সালে মুক্তি পায় অনুষ্কা শর্মা ও শাহরুখ অভিনীত ‘জব হ্যারি মেট সেজল’। এই ছবির শুটিংয়ের জন্য গোটা টিমকে নিয়ে এই বাড়িতেই ছিলেন বাদশা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top