সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


হাঁটুর ব্যথা সারাতে ১৫ দিন মূত্রপান জনপ্রিয় অভিনেতার


প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২৫ ১২:৫৩

আপডেট:
২৮ এপ্রিল ২০২৫ ১৭:২০

ছবি সংগৃহীত

মূত্রপান নিয়ে ভারতীয়দের মধ্যে কুসংস্কার রয়েছে। বিভিন্ন সমস্যার সমাধান হিসেবে মূত্রপান করতে দেখা যায় তাদের। এরকম ভিডিও-ও পাওয়া যায় সামাজিক মাধ্যমে। দেশটির সচেতন সমাজও এতে বিশ্বাস রাখেন।

এর বড় উদাহরণ বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন পরেশ। হাঁটুর ব্যাথা সারাতে টানা ১৫ দিন মূত্রপান করেছিলেন অভিনেতা।

তিনি বলেন, “রাজকুমার সন্তোষীর ‘ঘটক’ ছবির শুটিংয়ের সময় হাঁটুতে মারাত্মক চোট পাই। তড়িঘড়ি মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে যাই। সঙ্গে ছিলেন তিন্নু আনন্দ এবং ড্যানি ডেনজংপা। চিকিৎসকরা জানিয়ে দেন চোট সারতে কমপক্ষে দুই থেকে আড়াই মাস লাগবে। এরইমধ্যে হাসপাতালে একদিন অজয় দেবগণের বাবা দেখতে আসেন। দিনের প্রথম প্রস্রাব পানের পরামর্শ দেন। তাতেই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলেও জানান। তবে যেদিন প্রথম প্রস্রাব পান করবেন তার আগের রাতে মদ্যপান, ধূমপান এমনকী খাসির মাংসও খাওয়া যাবে না।”

পরামর্শ শুনে গা ঘিনঘিন করছিল অভিনেতার। কিন্তু ব্যাথা উপশমের স্বার্থে নিজের প্রস্রাব পান করেন তিনি। এক-দুই দিন না, টানা ১৫ দিন নিজের পস্রাব পান করেন অভিনেতা। অভিনেতা জানান, এরপর এক্স রে রিপোর্ট দেখে অবাক বনে যান চিকিৎসকরা। দুই-আড়াই মাস লাগার কথা থাকলেও দেড় মাসেই নাকি সুস্থ হয়ে যান পরেশ।

এদিকে পরেশের এমন মন্তব্য শুনে ছি ছি রব উঠেছে সামাজিক মাধ্যমে। কেউ লিখছেন, “বমি পাচ্ছে।” কারও দাবি, “মুখ খুললেই বিপদ।” অনেকে আবার বলছেন, “এসব ভুলভাল কথা বলে ভারতের নাম আর কত ডোবাবেন?” তবে সেসবের কোনো উত্তর দেননি পরেশ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top