ঘরে বসেই নিয়মিত উপস্থাপনা করে যাচ্ছেন শান্তা জাহান
প্রকাশিত:
২০ এপ্রিল ২০২০ ০০:৪১
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৫:০৯

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আক্রমনে বিপর্যস্ত বাংলাদেশ। গৃহবন্দি সময়ে কিছু পেশাদার মানুষ কাজ করে যাচ্ছেন। মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা শান্তা জাহান ঠিক তেমনই একজন। একমাসেরও বেশি সময় ধরে রাজধানীর নিকেতনে ঘরবন্দী হয়ে নিরাপদে মা জাহানারা বেগম ও একমাত্র ছেলে রুদ্র’র সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি। গেলো ৮ এপ্রিল থেকে শান্তা জাহান ঘরে বসেই আরটিভি’র সরাসরি শো ‘ঘরে থাকুন আড্ডায় মাতুন’ অনুষ্ঠানটির উপস্থাপনা করছেন।
এদিকে এই করোনা’র ক্রান্তিকালে কাছের আত্নীয় স্বজনদের আর্থিক সহায়তা করছেন। আজ শান্তা জাহানের জন্মদিন। পরিবারের সঙ্গেই দিনটি কাটাবেন। তিনি বলেন,‘ সবাইকে একসঙ্গে বাঁচতে হলে ঘরে থাকতে হবে। মানবিক হতে হবে,পৃথিবীতে একা বেঁচে কোন লাভ নেই। সত্যি বলতে কী করোনাকে ভয় পাচ্ছিনা। ভয় পাচ্ছি এটাই যে মানুষ যেন অমানবিক না হয়ে উঠেন।
মিডিয়ায় নিজের ক্যারিয়ার গড়ার শুরু থেকেই শান্তা জাহান সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়ে আসছিলেন। তবে মিডিয়ায় নিজের ক্যারিয়ার গড়ার শুরু থেকেই শান্তা জাহান সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়ে আসছিলেন। বেশ কয়েকজন সিনেমার পরিচালকের কাছে গল্প শুনে এবং নিজের চরিত্রের কথা জেনে তাতে কাজ করারও সম্মতি জানিয়েছিলেন শান্তা জাহান। কিন্তু পরবর্তী সময়ে সহশিল্পী পছন্দ হয়নি বিধায় শান্তা জাহানের আর চলচ্চিত্রে কাজ করা হয়ে ওঠেনি। তবে সিনেমায় কাজ করার আগ্রহ তার রয়েই গেছে এখনো। পুরোপুরি বাণিজ্যিক ছবিতে কাজ করতে আগ্রহী নন। একটু অফট্র্যাকধর্মী গল্পে এবং গল্পের কেন্দ্রে নারী থাকলে তাতেই কেবল অভিনয়ে আগ্রহ রয়েছে তার।
শান্তা জাহান বলেন, ‘অবশ্যই ইচ্ছা রয়েছে সিনেমায় কাজ করার। তবে আমি যে ধরনের সিনেমায় কাজ করতে চাই, তার গল্প হতে হবে ভিন্ন ধরনের। বলা যেতে পারে একজন নারীকে কেন্দ্র করে গল্প, যাতে একজন নারীর সংগ্রামী জীবনের গল্প উঠে আসবে। মূলকথা গ্ল্যামারকে নয় যেখানে আমার নিজের অভিনয়কে দেখানোর সুযোগ আছে তাতেই অভিনয়ে আগ্রহী আমি।’
সম্পর্কিত বিষয়:
শান্তা জাহান
আপনার মূল্যবান মতামত দিন: