বাবা-মায়ের কাছে ক্ষমা চাইলেন মিলা
প্রকাশিত:
৮ আগস্ট ২০২১ ১৬:৫২
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১১:১৩

জনপ্রিয় পপগায়িকা মিলা ইসলাম সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে একটি পোস্ট দিয়েছেন।
যেখানে তিনি লিখেছেন, ‘মায়ের কাছে কৃতজ্ঞতা জানাতে বা তার কাছে যে কোনো দোষের কারণে ক্ষমা চাইতে আমি মনে করি না আমাদের কারও একটা ‘মাদার্স ডে’ দরকার। যদিও আমি আমার বাবার সঙ্গেই অনেক বেশি ঘনিষ্ঠ ছিলাম। বাবা আমার বন্ধু আর আমার আম্মু আমার জন্য প্রধান শিক্ষকই ছিলেন। কিন্তু আমার মায়ের কাছেই আমার সা রে গা মা পা শেখা। যার কারণে আজও আমি আপনাদের সবার মাঝে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছি। কোভিড মহামারিতে আমরা অনেকেই আমাদের প্রিয় পিতা-মাতাকে হারাচ্ছি। সবাই আপনাদের পিতা-মাতার যত্ন নেবেন, প্রতিনিয়ত তাদের কাছে ক্ষমা চাইবেন, যাতে তারা মাফ করে দেন।’
বাবা-মায়ের কাছে তো সশরীরেই ক্ষমা চাওয়া যায়, সোশ্যাল মিডিয়ায় কেন? এ বিষয়ে জানতে চাইলে মিলা বলেন, ‘আমি নিজের অজান্তেই অনেক কষ্ট দিয়েছি বাবা-মাকে। সেটার জন্য সশরীরে ক্ষমাও চেয়েছি। সোশ্যাল মিডিয়ায় চাইলাম এ জন্য, অনেকেই আছে না জেনে না বুঝে বাবা-মাকে কষ্ট দিয়ে থাকেন। আমার পোস্টের মাধ্যমে তারাও যেন নিজেদের ভুল বুঝতে পেরে বাবা-মায়ের কাছে ক্ষমা চান, তাদের মধ্যে বোধ উপলব্ধি তৈরি হয়, এ কারণেই দেওয়া।’
কিছুদিন আগেও গানের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় ছিলেন মিলা। তবে সব ঝামেলা চুকিয়ে ইদানীং গানেই মনোযোগ দিয়েছেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: