স্ত্রীকে আবার বিয়ে করলেন প্রকাশ রাজ
প্রকাশিত:
২৫ আগস্ট ২০২১ ২৩:২০
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৯:০৯

বলিউড সিনেমার জাঁদরেল অভিনেতা প্রকাশ রাজ। তার অভিনয়ে মুগ্ধ দর্শক। পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও এবার মুগ্ধতা ছড়ালেন এই খলঅভিনেতা। সম্প্রতি নিজ স্ত্রীকে আবার বিয়ে করেছেন তিনি। আর বিয়ের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেন প্রকাশ। যা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরা।
কিন্তু কেন নিজের স্ত্রীকেই আবার বিয়ে করলেন ৫৬ বছর বয়সী এই অভিনেতা। এক টুইটে প্রকাশ রাজ জানান, গত মঙ্গলবার ছিল তার ১১তম বিয়েবার্ষিকী। এদিনই স্ত্রী পনি ভার্মার সঙ্গে নতুন করে বিয়ে পর্ব সেরেছেন প্রকাশ।
নবদম্পতি সাজে এক ছবি পোস্ট করে ফ্র্যাংক সিনাত্রার স্ট্রেঞ্জার ইন দ্য নাইট গানের দুই লাইন দিয়ে স্ত্রীকে জানান বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। পোস্ট করেন বিবাহবার্ষিকী উদযাপনের আলো ঝলমলে বেশ কিছু ছবিও। আর ক্যাপশনে লিখেছেন, ‘আমরা আবারও বিয়ে সারলাম। কারণ আমাদের ছেলে বেদান্ত এই বিয়ের সাক্ষী থাকতে চেয়েছে।’
২০০৯ সালে স্ত্রী লালিতা কুমারীর সঙ্গে বিচ্ছেদের পরের বছর পনি ভার্মাকে বিয়ে করেন প্রকাশ। এই অভিনেতার প্রথম পক্ষের দুই সন্তান মেঘনা ও পূজার সঙ্গেও দারুণ সম্পর্ক পনির।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: