রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


মাহির ফেসবুক পেজ ‘হ্যাকড’


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২১ ১৮:৫৮

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৩:০০

ছবি: সংগৃহীত

হ্যাকিংয়ের কবলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ বেহাত হওয়ার কথা জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

শনিবার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ কথা জানান মাহি।

এর আগেও একবার মাহির পেজটি হ্যাকিংয়ে কবলে পড়েছিল।

শনিবার বেলা ৩টার দিকে মাহি জানান, পেজটি এখনও উদ্ধার করা সম্ভবপর হয়নি; চেষ্টা চলছে। প্রয়োজনে বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথা ভাবছেন তিনি।

বছর দুয়েক আগেও একবার তার ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট ‘হ্যাকড’ হয়েছিল। পরে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় তা ফিরে পেয়েছিলেন মাহি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top