রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


‘তারকার মৃত্যুও যেন তামাশা’


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২১ ২০:৪৬

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ১৯:৩৯

ছবি: সংগৃহীত

তারকার জীবন মানেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা, সমালোচনা, তর্কবিতর্ক
তারকার পিছু ছাড়ে না পাপারাজ্জির ক্যামেরার লেন্স। তারকার জীবন মানেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা, সমালোচনা, তর্কবিতর্ক। সাইবার বুলিং তো আছেই। এমনকি মৃত্যুর পরেও তাঁদের নিয়ে আলোচনা যেন থামেই না। এসব নিয়ে বেজায় বিরক্ত বিরাটবধূ। আনুশকা শর্মা রেগেমেগে জানিয়েই দিলেন, তারকার মৃত্যু তামাশা হয়ে দাঁড়িয়েছে আজকাল।

৪০ বছর বয়সে সদ্য প্রয়াত হয়েছেন ভারতীয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। তাঁকে নিয়ে অনলাইনে আলোচনার শেষ নেই। তাঁর মৃত্যুকে নানা দিক থেকে চকমকে করে তোলার চেষ্টা চলছে। আর সামাজিক যোগাযোগমাধ্যমে তাতে রং চড়াচ্ছেন নিন্দুকেরা। কেউ দোষারোপ করছেন তাঁর বান্ধবী শেহনাজ গিলকে। কেউ মিলিয়ে ফেলছেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে! আর এসব দেখে স্ট্যান্ডআপ কমেডিয়ান জাকির খান ইনস্টাগ্রামে লিখেছেন প্রতিবাদী কবিতা। সেটিই শেয়ার দিয়েছেন আনুশকা শর্মা।

আনুশকার শেয়ার করা সেই পোস্টে জাকির খান বলছেন, ‘তারা তোমাকে মানুষ বলে মনে করে না। কারণটা এটা নয় যে এখানে না আছে কোনো লাইন কিংবা সীমানা। তাদের কাছে তোমার মৃতদেহ আত্মা থেকে বিচ্ছিন্ন কোনো শরীর নয়। শুধু একটা ছবি তোলার ধান্দা আরকি। যত খুশি ছবি তোলা যায়। এটা এ রকম যে দাঙ্গার সময় কারও জ্বলন্ত ঘর থেকে বাসন চুরি করার মতো। কারণ, এরপর তুমি আর কোনো কাজে আসবে না। বড়জোর ১০টা ছবি, ৫টা খবর, ৩টি ভিডিও, ২টি স্টোরি আর ১টা পোস্ট, ব্যস তারপরেই সব শেষ।

আর তাই তোমার মৃত্যু তাদের কাছে তামাশা ছাড়া আর কিছুই নয়। কান্নায় ভেঙে পড়া মা, শোকার্ত বাবা, অসুখী বোন আর আশা হারিয়ে ফেলা ভাই, আর তোমাকে যারা ভালোবাসে তারাও তাদের কাছে শুধু তামাশা। তুমি বেঁচে থাকলে, সে কথা আলাদা হতো। আর তোমার মৃত্যুর পরে তোমার শোকগ্রস্ত আপনজনেরা তাদের ক্ষুধা মেটাবে। শুধু এটা বলে রাখলাম...যে এই জীবনই আমি আর তুমি বেছে নিয়েছি।’

এই দীর্ঘ কবিতার শেষ দিকে এসে জাকির খান আরও লিখেছেন, ‘শুধু তাদের জন্য বাঁচবে না। জীবনে যতটুকু সময় আছে নিজের জন্য বেঁচে থাকো। কারণ, তাদের কাছে তুমি মানুষ নও।’

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বেজায় সতর্ক আনুশকা শর্মা। এর আগে তাঁর মা হওয়ার সময় বাড়ির কাছে ভিড়তে দেননি কোনো পাপারাজ্জিকে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top