রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


এবার লড়বেন দুই খান?


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২১ ২২:১৬

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২৩:৩০

ফাইল ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন হয়েছে ২০১৯ সালের ২৫ অক্টোবর। সে হিসেবে আগামী মাসেই চলমান কমিটির মেয়াদ পূর্ণ হচ্ছে। হবে নতুন নির্বাচন। আর এটিকে ঘিরে এফডিসি পাড়া এখন সরগরম।

বেশ কয়েকটি সূত্র জানাচ্ছে, এবারের নির্বাচনের ময়দানে ফিরছেন সাবেক সভাপতি ও শীর্ষ নায়ক শাকিব খান। তিনি গঠন করছেন নতুন প্যানেল। সেখানে তিনি সভাপতি আর চিত্রনায়িকা নিপুণ হবেন সাধারণ সম্পাদক।

অপর দিকে, বর্তমান সভাপতি মিশা সওদাগর এবার নির্বাচন করছেন না। তাই সভাপতি পদে মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে সাধারণ সম্পাদক হিসেবে নতুন প্যানেলে তৈরি করতে চান জায়েদ খান।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে মিশা-জায়েদ প্যানেলটি আগের মতো অনুকূল পরিবেশে নেই। প্যানেল নিয়ে নানা অভিযোগ তাদের অবস্থা বেশ নড়বড়ে করে তুলেছে। এর মধ্যে আছে সদস্যপদ বাতিল, পরীমনি ইস্যু, জ্যেষ্ঠশিল্পীদের নাম ব্যবহার করে নানা ধরনের সুবিধা হাসিলসহ নানা অভিযোগ। তবে শিল্পীদের দুঃসময়ে পাশে থাকায় প্রশংসিত হয়েছিলেন তারা।

এদিকে, টানা তিনবার সভাপতি পদে বিজয়ী শাকিব খান। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত সমিতির দায়িত্ব পালন করেছেন তিনি। শাকিব-নিপুণের প্যানেল থেকে দেখা মিলতে পারে মৌসুমী, ফেরদৌস, পূর্ণিমা, নিরবসহ নানা প্রজন্মের আরও কয়েকজন তারকার। সঙ্গে যোগ হতে পারে মিশা-জায়েদ প্যানেলের কয়েকজনও।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top