মঙ্গলবার, ১৮ই মার্চ ২০২৫, ৩রা চৈত্র ১৪৩১


মিডিয়া ছেড়ে ধর্মের পথে মৌরি সেলিম


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২১ ২৩:২৯

আপডেট:
১৮ মার্চ ২০২৫ ০৫:৫২

ফাইল ছবি

ফাইল ছবি

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন মৌরি সেলিম। এরপর নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হন তিনি। সিনেমাতে কাজ করার ভাবনাও ছিল তার। কিন্তু তার আগেই শোবিজকে বিদায় জানালেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। মৌরি লিখেছেন, ‘চিরদিনের জন্য মিডিয়াকে বিদায় জানাচ্ছি। এখন আমি আমার নিজের ব্যক্তিগত জীবন আর আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি! সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহর রহমতে সবসময় সুস্থ থাকি, ভালো থাকি!’

কিন্তু কেন মিডিয়ার ঝলমলে দুনিয়া ছাড়লেন তিনি? এমন প্রশ্নের জবাবে মৌরি বলেন, ‘শখের বশেই এতদিন কাজ করেছিলাম। যতটা প্রত্যাশা ছিল, তার চেয়ে বেশি পেয়েছি। এজন্য সবার কাছে কৃতজ্ঞ। অনেক দিন ধরেই কাজ করছি না। আমার পরিবার খুবই ধার্মিক। তারাও চায় না মিডিয়াতে কাজ করি। সব কিছু ভেবেই সিদ্ধান্তটা নিলাম। এখন পরিবারকে সময় দিচ্ছি, নিয়মিত নামাজ পড়ি। একদম সাধারণ জীবন যাপন করছি। ভবিষ্যতেও এমন থাকতে চাই।’

মৌরি জানান, এখন থেকে তাদের পারিবারিক ব্যবসা দেখাশোনা করবেন তিনি। পাশাপাশি নিজেও অনলাইনে ব্যবসা শুরু করবেন।

মৌরি সেলিম সর্বশেষ আবু হায়াত মাহমুদের ধারবাহিক নাটক ‘১০০ তে একশো’তে কাজ করেছিলেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : shomoynews2012@gmail.com; shomoynews@yahoo.com
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top