সোমবার, ১৭ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


সোনার পায়েল দিয়ে আইফোন পেলেন পরীমণি!


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২১ ২৩:৩৭

আপডেট:
১৭ মার্চ ২০২৫ ০৪:৪২

ছবি-সংগৃহীত

কয়েক দিন আগের ঘটনা। পরীমণির সঙ্গে দেখা করতে যান ঢাকাই সিনেমার নবাগত নায়িকা রাজ রিপা। পরী তাকে সাদরে গ্রহণ করেন। দু’জনের মধ্যে ভালোবাসাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। মুহূর্তেই পরীমণি তার নিজের পা থেকে সোনার পায়েল খুলে পরিয়ে দেন রিপার পায়ে।

বিষয়টি নিয়ে পরী বলেছিলেন, রাজ রিপা তাকে বড় বোন বলে ডাকেন। তাই ভালোবাসা থেকেই এই উপহারটি দিয়েছেন। পরীর কাছ থেকে এমন উপহার পেয়ে রিপাও আপ্লুত হয়ে যান।

এদিকে রিপা নিজেও কম যান না। ‘আপি’র কাছ থেকে সোনার পায়েল পেয়ে তাকে উপহার দিলেন মূল্যবান আইফোন! যেটার দাম লাখ টাকার বেশি। এ বিষয়ে রাজ রিপা বলেন, ‘পরী আপি আমার বড় বোন। তার জন্য আমার ছোট্ট একটু ভালোবাসা। এটি ভালোবাসার উপহার।’

গত আগস্টে মাদক মামলায় গ্রেফতার হন পরীমণি। তখন তার মুক্তির দাবিতে অনেকেই সোশ্যাল মিডিয়ায় সোচ্চার ছিলেন। তবে কিছু মানুষ নেমে যান রাস্তায়ও। তাদেরই একজন রাজ রিপা। পরীর মুক্তির দাবিতে শাহবাগে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়েছিলেন তিনি। যদিও এর আগে পরীমণির সঙ্গে তার কখনো দেখা হয়নি।

জামিনে মুক্তি পাওয়ার পর পরীর বাসায় ছুটে যান রিপা। জানান, তিনি পরীকে বড় বোনের মতো ভালোবাসেন। পরীও সেই ভালোবাসা টের পেয়ে ছোট বোনের স্নেহে ভরিয়ে দেন রিপাকে।

উল্লেখ্য, ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘মুক্তি’ নামের একটি সিনেমায় কাজ করেছেন রাজ রিপা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাতজন নায়ক। সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top