আশঙ্কায় শাহরুখ খান
প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২১ ১৮:০৭
আপডেট:
১৭ মার্চ ২০২৫ ২০:৫১

বলিউড বাদশাহ শাহরুখ খানেরও আশঙ্কা হয়। তিনিও ভয় পান বলে প্রশ্ন করেন যে, ‘আমার এই যে এত অনুরাগী, তারা চিরকাল বাড়ির নীচে ভিড় করবে তো?’ নাকি সঞ্জয় দত্ত, অক্ষয় কুমার ও অজয় দেবগণ তার সকল অনুরাগীদের কেড়ে নিবেন? সম্প্রতি নতুন একটি ভিডিওতে সেই আশঙ্কাই জানালেন বলিউড কিং খান।
ভয় হলেও এটি মূলত প্রচারের অংশ। ওটিটি প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস হটস্টার’-এর জন্য প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছেন শাহরুখ খান। ভিডিওতে এ তারকা ইঙ্গিত দিলেন যে, এবার তিনিও ওটিটিতে আসতে পারেন। কেননা তার ভয় হচ্ছে। বলিউডের প্রায় সকল তারকাই ধীরে ধীরে ওটিটিতে আসছে। আর সেই তালিকায় নেই শুধু ‘কুচ কুচ হোতা হে’ সিনেমার রাহুল। তিনি হয়তো বুঝতে পেরেছেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে চাহিদা কমে যায়। আর এই ভয়েই চিন্তা-ভাবনা করছেন তিনি।
প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, তার বাংলো ‘মন্নত’-এর সামনে ভক্ত-অনুরাগীদের ভিড়। সেখানেই বারান্দায় দাঁড়িয়ে শাহরুখ অনুরাগীদের উদ্দেশে হাত নাড়ছেন। পাশেই সহকারী (রাজেশ জাইস এ চরিত্রে অভিনয় করেছেন)। কিং খান বলছেন, ‘দেখছো, কোনো তারকার বাড়ির নীচে এমন ভিড় হয়? জবাবে সহকারী বলছেন, ‘তা দেখিনি। কিন্তু ভবিষ্যতের কথা জানি না।’
সহকারীর জবাবে যেন ভয় পেলেন বাদশাহ। সহকারী বললেন, এখন সব তারকাই ‘ডিজনি প্লাস হটস্টার’-এ কাজ করছেন। সেখানে শুধু শাহরুখ খানই নাম লেখাননি। আর এতেই চুপ হলেন বলিউডের এই তারকা।
ভিডিওটি শেয়ার করে বলিউড পরিচালক করণ জোহর মজা করে লিখেছেন, ‘শাহরুখ খানও স্পটলাইট হারানোর ভয় পায়! জীবনে এটাই দেখার বাকি ছিল।’
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: