কলকাতার কৌশানীর অপেক্ষায় শান্ত খান
প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২১ ০২:০৮
আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:৪৫

এবার ঢাকার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।
সিনেমার প্রযোজক সেলিম খান জানান, আজ ২৭ সেপ্টেম্বর কৌশানী ঢাকা এসেই সরাসরি চাঁদপুর চলে গেছেন। সেখানেই শুটিং হবে। আগামীকাল থেকে পুরোদমে শুটিং করবেন তিনি। এতে তার বিপরীতে আছেন শান্ত খান।
কৌশানী প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন। তিনি ছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।
এর আগে শাপলা মিডিয়ার প্রযোজনায় কলকাতায় দুটি সিনেমার শুটিং শেষ করেছেন কৌশানী। সিনেমা দুটি মুক্তির প্রতীক্ষায় আছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: