অপুর সঙ্গে আপত্তি নেই বুবলীর
প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২১ ০২:৪১
আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:৩৮

ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা শাকিব খান। আর তাকে নিয়েই যত জল্পনা-কল্পনা। শাকিব আর অপুর জুটি নতুন কিছু নয়, এমনকি সংসারও করেছেন দুজন। কিন্তু যা ভেঙ্গে গেছে নিজেদের ব্যাক্তিগত কারণে।
এরই মধ্যে নানা গুঞ্জন ছড়িয়েছে শাকিব আর বুবলীকে নিয়ে। শাকিবের সঙ্গেই বড় পর্দায় অভিষেক হয় হালের আলোচিত অভিনেত্রী বুবলীর। ঢালিউডে শাকিব-বুবলী জুটিও জনপ্রিয়তা পেয়েছে।
তবে এবার বুবলী জানিয়েছেন নতুন খবর, বলেছেন গল্পের প্রয়োজনে অপুর সঙ্গে কাজ করতেও তার আপত্তি নেই।
বুবলী বলেন, ‘গল্পের প্রয়োজনে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করতেও আপত্তি নেই। যখন আমরা শিল্পীরা একসঙ্গে কাজ করি, তখন আমাদের মধ্যে এমন কোনও বিষয় থাকে না। বাইরে থেকে মানুষ অনেক কিছু চিন্তা করেন, যা স্রেফ গুজব। অপু বিশ্বাসের সঙ্গে আমার দেখাও হয় না। তাহলে তার সঙ্গে আমার রেষারেষি কেন থাকবে!
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: