সমুদ্রে জলখেলায় ব্যাস্ত লাল পরি মেহজাবীন
প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২১ ২২:২৮
আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:৩৭

সারাবছরই কাজ নিয়ে ব্যস্ত থাকেন এ সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সুযোগ পেলেই সময় কাটান পরিবারের সঙ্গে। ঘুরে বেড়ান বিভিন্ন জায়গায় আর সঙ্গী হন পরিবারের সদস্যরা।
এরই ধারাবাহিকতায় কয়েক দিন আগে পুরো পরিবারসহ কক্সবাজারে গিয়েছেন মেহজাবীন চৌধুরী। পরিবারের সঙ্গে কাটানো কোয়ালিটি টাইমের বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করছেন এই অভিনেত্রী। আজই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে তীরে। জলের উঠা-নামার খেলায় তাতে জমেছে সফেদ ফেনা। এই জলে পা ডুবিয়ে বসে আছেন মেহজাবীন। তার পরনে লাল রঙের জামা। দুধে-আলতা শরীরে ঝিলিক দিচ্ছি স্নিগ্ধতা। তার চোখে-মুখে জলের মতোই খেলা করছে উচ্ছ্বাস। এ যেন সমুদ্রে নেমেছে লাল পরি!
মেহজাবীন তার ফেসবুকে বেশ কটি ছবি পোস্ট করেছেন। তাতে এমন রূপে দেখা যায় তাকে। ক্যাপশনে লিখেছেন—‘সমুদ্রের তীরে।’ পাশাপাশি জানিয়েছেন ছবিটি কক্সবাজার সমুদ্র সৈকতে তোলা।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: