বন্য শূকরের আক্রমণের শিকার শাকিরা
প্রকাশিত:
২ অক্টোবর ২০২১ ১৯:৪৪
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:৩৫

বার্সেলোনার একটি পার্কে তার আট বছর বয়সী সন্তানকে নিয়ে ঘোরার সময় বন্য শূকরের আক্রমণের শিকার হয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।
ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে পুরো বিষয়টি জানিয়েছেন শাকিরা। এই গায়িকা জানান, শূকর দু’টি তার ব্যাগ ছিনিয়ে নেয় এবং পার্কের অন্যত্র গিয়ে সেটি প্রায় ছিন্নভিন্ন করে ফেলে। ব্যাগে তার মোবাইল ফোন, ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র ছিল।
ছেঁড়া ব্যাগ ভক্তদের দেখিয়ে তিনি লেখেন, ‘দেখুন, শূকর দু’টি আমাকে আক্রমণ করে ব্যাগ ছিনিয়ে নিয়ে কী অবস্থা করেছে। তারা আমার ব্যাগ জঙ্গলে নিয়ে যায়। এতে আমার মোবাইল ছিল। সবকিছু নষ্ট করে ফেলেছে।’
এরপর ছেলে মিলানকে উদ্দেশ্য করে শাকিরা বলেন, ‘মিলান সত্যটা বলো। বলো, কীভাবে তোমার মাম্মি বন্য শূকরের মোকাবিলা করেছে।’
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: