‘সমকামী’ অভিনেতা নবীন!
প্রকাশিত:
৪ অক্টোবর ২০২১ ১৫:১১
আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:৩১

দক্ষিন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা ঘান্টা নবীন বাবু। অসাধারণ অভিনয়ের গুণে জায়গা করে নিয়েছেন ভক্তদের মনে। তবে এবার তাকে দেখা যাবে নতুন রূপে তার পরবর্তী সিনেমা ‘আন্তে সুন্দরানিকি’। এতে প্রথমবারের মতো সামকামী চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা।
জানা যায়, ‘সিনেমাটিতে নানি সমকামী চরিত্রে অভিনয় করবেন। খুবই স্পর্শকার বিষয় নিয়ে গড়ে উঠেছে গল্প। যাতে নানিকে নতুন রূপে দেখতে পাবেন দর্শক। নানির চরিত্রকে ঘিরে মজার ঘটনা ঘটতে থাকবে, যা চলচ্চিত্রটির অন্যতম আকর্ষণ।’
বিবেক আথ্রেয়া পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন নাজরিয়া নাজিম। এর মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী। এছাড়াও অভিনয় করছেন হর্ষা বর্ধান, সুহাস প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: