বুধবার, ১৯শে মার্চ ২০২৫, ৫ই চৈত্র ১৪৩১


আবারও মা হলেন নেহা ধুপিয়া


প্রকাশিত:
৪ অক্টোবর ২০২১ ১৭:১৮

আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:৩১

ছবি-সংগৃহীত

আবারও মা হলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। রোববার (৩ অক্টোবর) পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নেহা। কন্যা সন্তান জন্মের প্রায় দুই বছর পর পুত্র সন্তানের পিতা হওয়ার খুশিতে নেহার স্বামী অঙ্গদ বেদি সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন।

ইনস্টাগ্রামে অন্তঃসত্ত্বা নেহার সঙ্গে ছবি পোস্ট করে অঙ্গদ লিখেছেন, ‘পুত্র সন্তান হয়েছে। ঈশ্বরের আশীর্বাদে আমাদের জীবনে আজ পুত্র সন্তান এসেছে। নেহা এবং শিশু সন্তান দুজনেই ভালো আছেন, সুস্থ আছেন। মেহের এবার নিজের বেবি পরিচয় তার ভাইকে দেওয়ার জন্য প্রস্তুত।’

পোস্টে স্ত্রীর উদ্দেশ্যে অঙ্গদ বেদি লিখেছেন, ‘তুমি যে একজন যোদ্ধা, তা এই যাত্রার মাধ্যমে আরও একবার প্রমাণিত। এটি এখন আমাদের চারজনের জন্য স্মরণীয় করে রাখা যাক।’

অভিনেতা অঙ্গদ বেদিকে ২০১৮ সালের ১০ মে বিয়ে করেন নেহা ধুপিয়া। নেহা অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই সে সময় তড়িঘড়ি করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এই দম্পতি। তাদের প্রথম সন্তান মেহর এর জন্ম হয় একই বছরের ১৮ নভেম্বর।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top