কে এই মুনমুন ধমেচা!
প্রকাশিত:
৫ অক্টোবর ২০২১ ১৯:৪৬
আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:২৯

সম্প্রতি পার্টিতে গিয়ে মাদক নিয়ে ধরা পড়েছে বলিউড বাদশা শাররুখ খানের পুত্র আরিয়ান খান। মাদক উদ্ধার হয়েছে তাঁর লেন্সের বাক্স থেকে। এমনকি আরিয়ানের সাথে উঠে এসেছে ‘মুনমুন ধমেচার’ নাম ।
পার্টি থেকে আরিয়ানের সঙ্গেই গ্রেপ্তার হয়েছেন মুনমুন। তাঁর স্যানিটারি প্যাডে লুকিয়ে রাখা ছিল মাদক। শাহরুখ-তনয়ের সঙ্গে তাঁর ‘গাঢ় বন্ধুত্ব’ নিয়ে ফিসফাস শুরু হয়েছে ইতোমধ্যেই। কে এই মুনমুন, কী করেন তিনি?
জানা গেছে, মধ্য প্রদেশের একটি ব্যবসায়ী পরিবারের মেয়ে মুনমুন। পেশায় মডেল। পেশার সূত্রেই বলিউড তারকাদের সঙ্গে তাঁর ওঠাবসা। গুরু রান্ধাওয়া, অর্জুন রামপালের মতো শিল্পীও রয়েছেন সেই তালিকায়। ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় মুনমুন। সেখানে তাঁর অনুগামীর সংখ্যা দশ হাজারেরও কিছু বেশি। তবে সেগুলির মধ্যে কোনও ছবিতেই শাহরুখ-পুত্রের সঙ্গে দেখা যায়নি তাঁকে।
আপনার মূল্যবান মতামত দিন: