ভারতের অভিনেতা অরবিন্দ ত্রিবেদী আর নেই
প্রকাশিত:
৬ অক্টোবর ২০২১ ২০:৫২
আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:২৮

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা অরবিন্দ ত্রিবেদী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। হিন্দিুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।
এসব তথ্য নিশ্চিত করে প্রয়াত অভিনেতা অরবিন্দের ভাগ্নে বলেন—‘গত কয়েক বছর ধরেই মামার শরীর ভালো ছিল না। বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি করাতে হয়েছে। গত মাসেই হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসি। কিন্তু মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মামার হার্ট অ্যাটাক হয়। মুম্বাইয়ের কান্দিভালির বাড়িতেই মারা যান তিনি।’
অরবিন্দ ত্রিবেদীর সহশিল্পী সুনীল লাহিড়ি ইনস্টাগ্রাম পোস্টে বলেন—‘খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের সবার প্রিয় অরবিন্দ ভাই (রামায়ণের রাবণ) আর আমাদের মধ্যে নেই। ভগবান তার আত্মাকে শান্তি দিক। আমি ভাষা হারিয়ে ফেলেছি। বাবার মতো একজন মানুষ, আমার শুভাকাঙ্খী, আমার পথপ্রদর্শক আর একজন ভালো মানুষ ছিলেন।’
আপনার মূল্যবান মতামত দিন: