নোবেলকে তালাকনামা পাঠিয়েছে তার স্ত্রী!
প্রকাশিত:
৬ অক্টোবর ২০২১ ২২:৫৫
আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:২৬

‘সারেগামাপা’ থেকে উঠে আসা আলোচিত-সমালোচিত বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে তালাকনামা পাঠিয়েছে তার স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ।
বুধবার (৬ অক্টোবর) ফেসবুকে নোবেলের সঙ্গে আর সংসার না করার ঘোষণা দিয়েছেন সালসাবিল। গত ১১ সেপ্টেম্বর তালাকনামা নোবেলের ঠিকানায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে সালসাবিল বলেন, ‘নোবেল মানসিকভাবে চরম অসুস্থ। চরম মাদকাসক্ত, নারীনেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত, এসবের প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মঈনুল আহসান নোবেল। দুই বছর পূর্তির আগেই তাদের বিচ্ছেদ ঘটলো।
আপনার মূল্যবান মতামত দিন: