শনি-রবি বন্ধ আদালত
বন্দিদশাই এখন আরিয়ানের ভবিতব্য!
প্রকাশিত:
৯ অক্টোবর ২০২১ ২৩:০৮
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৭:৩২

সম্প্রতি এক পার্টি থেকে গ্রেফতার হয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সপ্তাহ শেষেও বন্দিদশা থেকে মুক্ত হতে পারেনি আরিয়ান।
সবাই আশা করেছিল যে ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন মঞ্জুর করলে নতুন সপ্তাহ শুরুর আগে বাড়ি ফিরতে পারবে আরিয়ান । কিন্তু আপাতত তেমন কিছুর সুযোগ নেই। ৯ অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার। তার পরদিন, ১০ অক্টোবর রবিবার। নিয়ম মতো এই দু’দিন বন্ধ ম্যাজিস্ট্রেট কোর্ট।
তাই সোমবারের আগে এনডিপিএস আদালতে জামিনের আবেদন করা কোনও ভাবে সম্ভব নয়। অর্থাৎ সোমবার পর্যন্ত নিশ্চিতভাবে বাড়ি ফিরতে পারছেন না আরিয়ান।
সপ্তাহান্ত কাটবে আর্থার রোড জেলের নিভৃতবাসে। বাকি হাজতবাসীদের মতোই সাদামাঠা জীবনযাপনে। আরিয়ানের নিভৃতবাস শেষ হলেই জেল কক্ষে নিয়ে যাওয়া হবে তাঁকে।
আপনার মূল্যবান মতামত দিন: