ফাঁস হল নাগা-সামান্থা দম্পত্তির নতুন তথ্য!
প্রকাশিত:
১০ অক্টোবর ২০২১ ১৫:৫৯
আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:১৫

সম্প্রতি তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। কিন্তু হঠাৎ সামনে এল নতুন এক খবর যে, ডিভোর্সের আগে মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন সামান্থা।
সামান্থার পরবর্তী সিনেমা ‘শকুন্তলম’ সিনেমার প্রযোজক নীলিমা গুনা জানান, নাগার সঙ্গে ফ্যামিলি প্ল্যানিং করছিলেন সামান্থা। শুধু তাই নয়, এই কারণে প্রথমে সিনেমাটির প্রস্তাব ফিরিয়েও দিয়েছিলেন।
নীলিমা গুনা বলেন, ‘গত বছর আমার বাবা পরিচালক গুনশেখর গারু এই শকুন্তলমের জন্যই সামান্থাকে প্রস্তাব দিয়েছিলেন। চিত্রনাট্য শুনে তার খুব ভালো লেগেছিল।
কিন্তু তখন তিনি জানিয়েছিলেন, এই বছর জুলাই, অগস্টের মধ্যে শুটিং শেষ করতেই হবে, কারণ তিনি মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সামান্থা জানিয়েছিল, সিদ্ধান্তটি তার কাছে প্রথম প্রাধান্য। আমারাও তার দেওয়া সময়ের মধ্যে প্রি-প্রোডাকশনের কাজ শেষ করেছিলাম। এটি শুনে তিনি আনন্দের সঙ্গে সিনেমাটির জন্য রাজি হয়েছিলেন।’
সম্পর্কিত বিষয়:
সামান্থা রুথ প্রভু
আপনার মূল্যবান মতামত দিন: